মাল্টিব্যাগার সুপার স্টকে ১ লক্ষ টাকা হয়েছে ৪ কোটি! এই স্টকে কি এখন বিনিয়োগ করা উচিত?

Last Updated:

Multibagger stock: ১৯৯৯ সালের ১ জানুয়ারি তারিখে শেয়ার বাজারে এই স্টকের দাম ছিল ৯৩ টাকা। আজ এই স্টকটি ৪১৮৯৮ টাকায় ক্লোজ হয়েছে।

#নয়াদিল্লি: গত ২৩ বছরে ১ লক্ষ টাকার বিনিয়োগে বিনিয়োগকারীরা পেয়েছেন ৪ কোটি টাকা রিটার্ন। সৌজন্যে হানিওয়েল অটোমেশন ইন্ডিয়া লিমিটেড (Honeywell Automation India Ltd.)।
এই কোম্পানির মার্কেট ক্যাপ (Market Cap) ৩৭,১১৭.৫৫ কোটি টাকা। ফরচুন ইন্ডিয়া-র ৫০০টি কোম্পানির মধ্যে রয়েছে শেয়ার বাজারে (Share Market) HAIL নামে পরিচিত এই কোম্পানি।
এই কোম্পানিটি ইন্টিগ্রেটেড অটোমেশন এবং সফটওয়্যার জাতীয় পরিষেবা প্রদান করে। ১৯৯৯ সালের ১ জানুয়ারি তারিখে শেয়ার বাজারে এই স্টকের দাম ছিল ৯৩ টাকা। আজ এই স্টকটি ৪১৮৯৮ টাকায় ক্লোজ হয়েছে, যা গত কালের তুলনায় ২.৬০ শতাংশ কম।
advertisement
advertisement
Honeywell স্টকের মূল্য:
এই শেয়ারের মূল্যের ইতিহাস ঘেঁটে দেখলে জানা যাবে যে, ৯৩ টাকা থেকে স্টকের সর্বোচ্চ মূল্য অবধি শেয়ারটি বিনিয়োগকারীদের ৪৪৯৫১.৬১ শতাংশ রিটার্ন প্রদান করেছে।
যদি শুধুমাত্র গত ৫ বছরের দাম দেখা যায়, তবে স্টকটি ১৩৩৩৪ টাকা থেকে বেড়ে আজকের মূল্যে এসেছে। গত ৫ বছরে শেয়ারটি ২১৫ শতাংশেরও বেশি মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে।
advertisement
আরও পড়ুন- জানুন লটারির টিকিট কাটার আসল কৌশল, রইল শনিবারের ডিয়ার বঙ্গশ্রী দামোদর লটারির ফল
গত এক বছরেই এই স্টক ৭.১৬ শতাংশ বেড়েছে। ২০২২ সালে বাজারে অনেক ওঠানামা দেখা যায়, যার ফলে শেয়ারটি কোনও উল্লেখযোগ্য রিটার্ন দিতে পারেনি। বেশ কয়েক দিন ধরে এটি কনসোলিডেট করছে এবং নেগেটিভ রিটার্ন দিচ্ছে। এই স্টকের ৫৩ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ছিল ৪৭২৭৫.৯৫ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন ছিল ৩০১৮৫.৩৫ টাকা।
advertisement
এই স্টকে কি এখন বিনিয়োগ করা উচিত?
ব্রোকারেজ ফার্ম শেয়ারখান জানিয়েছে যে, ২০২২-২৩ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে তাদের পারফরমেন্স এস্টিমেটের তুলনায় বেশি রয়েছে। বছরে রাজস্বও বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। অনুমান করা হচ্ছিল যে, ৭৪৪ কোটি টাকা রাজস্ব হবে, কিন্তু তা ৭৮৬ কোটি টাকা হয়।
মোট মুনাফা (৪৮.৮%) আগের ত্রৈমাসিকের (৫২.৩%) থেকে সামান্য কম। তবে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ার জন্য এটি হয়েছে, সেটা নিশ্চিত। কোম্পানির পরিস্থিতি বেশ ভালো জায়গায় রয়েছে এবং তাদের অ্যাসেট-লাইট বিজনেস মডেল খুবই ভালো।
advertisement
আরও পড়ুন- মিউচুয়াল ফান্ড নাকি স্টক! কোনটা আপনার জন্য আদর্শ, জেনে নিন বিশেষজ্ঞদের মত
শেয়ারখান রিপোর্টে বলা হয়েছে যে, দুর্দান্ত ব্যবসায়িক মডেলের পাশাপাশি কোম্পানিটি সম্পূর্ণ ঋণমুক্ত। দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখলে এটা স্পষ্ট যে, কোম্পানিটি ভালো পারফর্ম করবে এবং ভালো রিটার্ন প্রদান করবে। ব্রোকারেজ ফার্ম স্টকটিকে বাই (Buy) রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস সংশোধন করে ৪৯৭৫০ টাকা রেখেছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাল্টিব্যাগার সুপার স্টকে ১ লক্ষ টাকা হয়েছে ৪ কোটি! এই স্টকে কি এখন বিনিয়োগ করা উচিত?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement