#BullishOnIndiacampaign: বিশ্ব অর্থনীতিতে দৃঢ়চেতা ভারত! কোন মন্ত্রে আসছে সাফল্য, ব্যাখ্যা করবে Bullish On India

Last Updated:

Bullish On India ক্যাম্পেন শুরু করছে ভারতের অন্যতম মার্কেটিং ও ফিন্যান্স প্ল্যাটফর্ম Moneycontrol।

বিশ্ব অর্থনীতিতে দৃঢ়চেতা ভারত! কোন মন্ত্রে আসছে সাফল্য, ব্যাখ্যা করবে Bullish On India
বিশ্ব অর্থনীতিতে দৃঢ়চেতা ভারত! কোন মন্ত্রে আসছে সাফল্য, ব্যাখ্যা করবে Bullish On India
কলকাতা: কোভিড পরবর্তী মন্দার ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠতে চেষ্টা করছে ভারত। অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে অনেক রকম কথা হলেও এটা স্পষ্ট যে সারা পৃথিবীর তুলনায় ভারত দৃঢ় পদক্ষেপে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে। এই পরিস্থিতিতে Bullish On India ক্যাম্পেন শুরু করছে ভারতের অন্যতম মার্কেটিং ও ফিন্যান্স প্ল্যাটফর্ম Moneycontrol।
এই বিশেষ কার্যক্রমের লক্ষ্যই হল ভারতের অর্থনৈতিক বৃদ্ধির মূল কারণগুলি বিশ্লেষণ করা। পাশাপাশি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সময়ে ভারত যে অতুলনীয় সম্ভাবনার কথা তুলে ধরেছে, সেই সম্পর্কে সচেতনতা তৈরি করা।
Bullish On India বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং পাঠকের কাছে ভারতের বিশাল অর্থনৈতিক প্রেক্ষাপটকে উপস্থাপন করবে। তথ্য সমৃদ্ধ এই প্লাটফর্মে বিশদে ব্যাখ্যা করা হচ্ছে ভারতে উৎপাদন, জনসংখ্যা, অর্থনীতি, বাজারের পরিস্থিতি, কীভাবে সারা বিশ্বে নেতৃত্বদানের ক্ষেত্রে ভারতের অবস্থান দৃঢ় হচ্ছে। সারা বিশ্ব যেখানে মন্দায় ডুবে রয়েছে সেখানে কোন মন্ত্রে ভারত এগোচ্ছে বৃদ্ধির দিকে।
advertisement
advertisement
এই প্ল্যাটফর্মের একটি ই-বুকও চালু করা হয়েছে। এর সাহায্যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির প্রধান কারণগুলি মূল্যায়ন করা হচ্ছে। যাতে দেশের অভূতপূর্ব সম্ভাবনার বিষয়ে সচেতনতা তৈরি করা যায়।
advertisement
বিশেষজ্ঞদের মতে, ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। সেই ক্ষেত্রে এই প্রচারাভিযানটি ভারতের অগ্রগতির বিভিন্ন দিকগুলি তুলে ধরতে সক্ষম হবে।
ইতিমধ্যেই এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। ভারত সরকারও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৯ অগাস্ট Moneycontrol–এর Bullish On India প্রচারাভিযানের বিষয়ে মত ব্যক্ত করেছেন। তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সারা বিশ্বের অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতীয় অর্থনীতি আশার আলো হিসেবে কাজ করছে। তিনি বলেন, ‘‘জাতির অবিচল সঙ্কল্পের কারণে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে।’’ এই লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং দেশের প্রায় ১.৪ বিলিয়ন মানুষের ভাল থাকার ব্যবস্থা করা যে কতটা গুরুত্বপূর্ণ সে কথাও তিনি উল্লেখ করেন তাঁর বক্তব্যে।
advertisement
এই বিশেষ প্রচারাভিযানকে অভিনন্দন জানিয়েছেন পীযূষ গয়ালও। দেশের বাণিজ্য ও শিল্প মন্ত্রী বলেন, ‘‘আমরা আশাবাদী। ভারতে একটি নতুন আত্মবিশ্বাস রয়েছে৷ ধন্যবাদ, Moneycontrol এই আশাবাদকে সমর্থন জানানোর জন্য।’’ তিনি দাবি করেন আগামী প্রজন্ম এই মানুষগুলিকে মনে রাখবে যাঁরা এই সুন্দর ভারত গড়লেন।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
#BullishOnIndiacampaign: বিশ্ব অর্থনীতিতে দৃঢ়চেতা ভারত! কোন মন্ত্রে আসছে সাফল্য, ব্যাখ্যা করবে Bullish On India
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement