Money Making Tips: অল্প সময়ে বেশি ফলন, তরমুজ চাষ করে মোটা টাকা আয় !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Money Making Tips: অল্প সময়ে বেশি আয় করতে চাইলে তরমুজ চাষ হতে পারে সেরা বিকল্প। সঠিক পদ্ধতিতে চাষ করলে কম খরচে প্রচুর ফলন হয়।
পূর্ব বর্ধমান: তরমুজ চাষে নতুন সম্ভাবনার দিশা দেখছেন চাষিরা। প্রথাগত ধান ও আলু চাষের বাইরে গিয়ে এবার বিকল্প চাষে নজর দিচ্ছেন পূর্ব বর্ধমানের চাষিরা। ‘রাজ্যের শস্যভাণ্ডার’ নামে পরিচিত এই জেলার ভাতার ব্লকের মাহাতা অঞ্চলের ঝাড়ুল, দেবপুর, মাহাতা সহ বিস্তীর্ণ এলাকায় বর্তমানে ব্যাপকভাবে তরমুজ চাষ হচ্ছে।
স্থানীয় চাষিরা জানিয়েছেন, আগে আলু তোলার পর সেই জমিতে তিল চাষ করতেন তাঁরা। তবে বিগত সাত-আট বছর ধরে তিলের পরিবর্তে তরমুজ চাষ করছেন, কারণ এতে লাভ তুলনামূলকভাবে অনেক বেশি।
advertisement
উন্নতমানের বিভিন্ন জাতের বীজ যেমন ক্যাণ্ডি, মেলোডি, টোকিয়া ও বঙ্কিম ব্যবহার করে শতাধিক বিঘা জমিতে এই চাষ হয়েছে। তরমুজ চাষি পলাশ কুমার বাগ জানিয়েছেন, এই চাষে খরচ একটু বেশি হলেও লাভ ভাল হয়। তবে লাভ হবে না হবেনা সেটা নির্ভর করে ওয়েদারের উপর। গরম বেশি থাকলে ভাল দামে বিক্রিও হয় আবার চাহিদাও থাকে। লাভের পুরোটাই নির্ভর করে শুধুমাত্র ওয়েদারের উপর।
advertisement
তবে নির্দিষ্ট এলাকার কিছু জমিতে গ্রীষ্মকালীন ফসল হিসেবে খরমুজও চাষ করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন বাজার থেকে পাইকাররা এসে মাঠ থেকেই তরমুজ ও খরমুজ কিনে নিচ্ছেন। কেউ কেউ আবার বলগোনা-গুসকরা সড়কের ধারে বসেও ফসল বিক্রি করছেন।
advertisement
চাষিরা বলছেন, ফলন ভাল হচ্ছে এবং লাভও হচ্ছে উল্লেখযোগ্য হারে। ধান-আলুর পাশাপাশি তরমুজ চাষে সাফল্যে তাঁরা নতুন দিশা দেখছেন। এই ধরনের বিকল্প চাষ কৃষিতে বৈচিত্র্য আনছে এবং ভবিষ্যতে কৃষকের আয় বৃদ্ধিতেও এই চাষ বড় ভূমিকা নিতে পারে। আউশগ্রাম ১ ব্লকের কৃষি আধিকারিক দেবতনু মাইতি বলেন, আমি চাষিদের জমি লিজ নিয়েও চাষ করতে দেখেছি। তরমুজ চাষ করে অল্প সময়ে তারা ভাল লাভবান হচ্ছেন। এই চাষের প্রতি চাষিদের আগ্রহ বাড়ছে।
advertisement
তরমুজ চাষে লাভ বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের মধ্যে। ধান-আলুর পাশাপাশি বিকল্প ফসল হিসেবে তরমুজ নতুন সম্ভাবনা তৈরি করেছে। কৃষি দফতরের সহায়তা ও সঠিক বাজার থাকলে এই চাষ ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে বলেই মনে করছেন অনেকে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2025 6:32 PM IST