Agriculture News: পাহাড়ে নয় এবার সমতলে আদা চাষ করেই মোটা টাকা লাভ

Last Updated:

Agriculture News: পাহাড়ে নয়, এবার সমতল জমিতেই আদা চাষ করে কৃষকরা পাচ্ছেন প্রচুর লাভ। কম খরচে বেশি উৎপাদন, বাজারে ভাল দাম – সব মিলিয়ে আদা চাষ হয়ে উঠছে লাভজনক।

+
৩০০

৩০০ বস্তা আদা চাষ করছে এই গ্রাম পঞ্চায়েত

জলপাইগুড়ি: পাহাড়ে বিপদ, সাফল্য সমতলেই! নিজ এলাকাকে স্বনির্ভর করতে তাক লাগাচ্ছে আদা চাষ। আর নয় ভিন জেলার ওপর নির্ভরতা, নিজ জেলাতেই মিলবে আদা। এতদিন কালিম্পং জেলার দিকেই মুখিয়ে থাকতে হত কিন্তু এবার তা মিলবে সমতলেই। কালিম্পং পাহাড়ে আদা গাছে নতুন করে ছড়াচ্ছে “সফট রুটেড” ফাংগাল রোগ। ফলে চাষিরা ধীরে ধীরে সরে আসছেন আদার মতো লাভজনক চাষ থেকে।
২০২৪ সালে পাহাড়ে আদা চাষের জমির পরিমাণ ১২০০ হেক্টর থাকলেও এ বছর তা নেমে এসেছে ৮৫০ হেক্টরে। জলপাইগুড়ির মোহিতনগরে কৃষি দফতরের এক অনুষ্ঠানে এসে কালিম্পং জেলার উপ কৃষি অধিকর্তা জেমস লেপচা জানান, “গত বছর জুলাই-অগাস্টে প্রবল বৃষ্টির সঙ্গে রোদে আদা গাছে সংক্রমণ ছড়িয়ে পড়ে। প্রায় ৪০০ হেক্টরের চাষের ক্ষতি হয়। আমরা চেষ্টা করছি কীভাবে ফাংগাল ডিজিস নিয়ন্ত্রণে আনা যায়।”
advertisement
advertisement
তিনি আরও জানান, পাহাড়ে আদা ছাড়াও এলাচ, দারচিনি, ঝাড়ু ও গোলমরিচের মতো ফসল ভাল হয়। কিন্তু বারবার ফাংগাল রোগের দাপটে আদা চাষ মার খাচ্ছে। তবে আগামী মরশুমে আবহাওয়া অনুকূল থাকলে ফের ১৫০ হেক্টর জমি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
advertisement
অন্যদিকে সমতলে জলপাইগুড়ির ময়নাগুড়ির খাগড়াবাড়ি ২ নম্বর পঞ্চায়েতে ঠিক বিপরীত ছবি। পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে তৈরি জৈব সার ব্যবহার করে ফাঁকা জমিতে আদা চাষ করে সাফল্য পেয়েছেন চাষিরা।
advertisement
পঞ্চায়েত প্রধান বাবলু রায় জানান, “প্রায় ৩ হাজার চারা রোপন করে আমরা গাছগুলি বড় করেছি। গাছে কোনও বড় ধরনের রোগ হয়নি। ফলনও ভাল হচ্ছে।” তাই একদিকে যখন আদা চাষ দেখাচ্ছে পাহাড়ে হতাশা, আর সমতলে সেই চাষ করেই চাষিরা দেখছেন আশার আলো—একই ফসল, দুই ছবি। কৃষিক্ষেত্রে এই বৈপরীত্যই আর্থিক সফলতার পথ দেখাচ্ছে সমতলকে।
advertisement
সুরজিৎ দে 
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: পাহাড়ে নয় এবার সমতলে আদা চাষ করেই মোটা টাকা লাভ
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement