Biggest Note in India: ভারতে সবথেকে বড় মূল্যের নোট ৫০০ টাকা ! কিন্তু আমেরিকা ও চিনের মতো দেশগুলিতে কোন নোট সবচেয়ে বড়? জানেন কি?

Last Updated:

Biggest Note in India: বর্তমানে ভারতে চালু সবচেয়ে বড় নোট ₹৫০০। কিন্তু অনেকেই জানেন না, আমেরিকা ও চিনে এখন সবচেয়ে বড় মূল্যের নোট কত।

News18
News18
বর্তমানে আমাদের দেশের সবথেকে বড় মূল্যের নোট হল ৫০০ টাকার। তবে আগে ১০০০ টাকার নোট ছিল। কিংবা নোটবন্দির সময় চালু হয়েছিল ২০০০ টাকার নোট। সেটাই ছিল আগে সবথেকে বড় মূল্যের নোট। কিন্তু গত ১৯ মে, ২০২৩ তারিখে ভারত সরকার বাজার থেকে গোলাপি রঙা ২০০০ টাকার নোটটি প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করে। ধীরে ধীরে বাজার থেকে উঠে যায় ওই নোটটি। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ভারতের সবথেকে বড় মূল্যের নোটটি হল ৫০০ টাকার। কিন্তু আমেরিকা কিংবা চিনের মতো বিশ্বের অন্যান্য দেশগুলির সবথেকে বড় মূল্যের মুদ্রা কী? আজকের প্রতিবেদনে সেটাই জেনে নেওয়া যাক। আসলে বিশ্বের কয়েকটি দেশের সবচেয়ে বড় মূল্যের নোট আলোচনা করে নেওয়া যাক এবং সেই সঙ্গে ভারতীয় মুদ্রায় এর পরিমাণ কত, সেটাও একনজরে দেখে নেওয়া যাক।
আমেরিকা এবং চিনের মতো দেশে সবচেয়ে বড় মূল্যের নোট কোনটি?
গত কয়েক দিন ধরেই ভারতে ৫০০ টাকার নোট নিয়ে তীব্র আলোচনা চর্চা শুরু হয়েছে। কারণ সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল যে, সরকার ৫০০ টাকার নোটটিকেও নিষিদ্ধ করতে চলেছে। তবে সরকারের তরফে এই জল্পনা নস্যাৎ করা হয়েছে। আসলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু বলেছিলেন যে, সরকারের উচিত ৫০০ টাকার নোট নিষিদ্ধ করা, যাতে দুর্নীতি নির্মূল করা যায়। বর্তমানে ভারতের সবচেয়ে বড় মূল্যের নোট ৫০০ টাকা, তবে আগে ভারতে ২০০০ টাকা এবং ১০০০ টাকার নোট ছিল, যেগুলি সরকার প্রত্যাহার করেছিল।
advertisement
advertisement
অনেকেই হয়তো জানেন না যে, বিশ্বের কিছু বড় দেশে বড় মূল্যের নোট বেশ জনপ্রিয়। আজকের প্রতিবেদনে সেটাই দেখে নেওয়া যাক।
আমেরিকা:
প্রথমেই বিশ্বের সবচেয়ে উন্নত দেশ আমেরিকার কথায় আসা যাক। আমেরিকার সবচেয়ে বড় নোট হল ১০০ ডলার, যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৪০০ টাকা।
advertisement
চিন:
চিনে সর্বোচ্চ মূল্যের নোটটি ১০০ ইউয়ান। যার মূল্য ভারতীয় রুপিতে প্রায় ১১৯৭ টাকা।
ব্রিটেন:
ব্রিটেনে সর্বোচ্চ মূল্যের নোটটি ৫০ পাউন্ড। যার মূল্য ভারতীয় রুপিতে প্রায় ৫৫৮০৩ টাকা।
advertisement
জাপান:
জাপানে সর্বোচ্চ মূল্যের নোট হল ১০০০০ ইয়েন। যার মূল্য ভারতীয় মুদ্রায় আনুমানিক ৬০০০ থেকে ৭০০০ টাকা।
জার্মানি:
জার্মানিতে সর্বোচ্চ মূল্যের নোট ৫০০ ইউরো। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৪৯০০০ টাকা।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Biggest Note in India: ভারতে সবথেকে বড় মূল্যের নোট ৫০০ টাকা ! কিন্তু আমেরিকা ও চিনের মতো দেশগুলিতে কোন নোট সবচেয়ে বড়? জানেন কি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement