ছাগল চাষে ভাল আয়! বসিরহাটের নতুন উদ্যোক্তারা রোজগারের দিশা দেখাচ্ছে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
সুন্দরবনের শিক্ষিত যুবকরা ব্ল্যাক বেঙ্গল ছাগল চাষ করে বেকারত্বকে হার মানিয়েছেন। এটি অল্প খরচে বেশি লাভের এক নতুন মডেল, যা অন্যদেরও স্বনির্ভর হতে অনুপ্রাণিত করছে।
উত্তর ২৪ পরগণা: বেকারত্ব থেকে ছাগল খামারে! সুন্দরবনের যুবকদের স্বনির্ভরতার জয়গাথা। উচ্চশিক্ষিত, তবু বেকার—এই হতাশা থেকে রোজগারের নতুন পথ খুঁজে নিয়েছেন বসিরহাট মহাকুমা ও সুন্দরবন এলাকার একদল যুবক। আর সেই পথটি কোনও চাকরির নয়, বরং নিজস্ব উদ্যোগে উন্নত প্রযুক্তির ছাগল চাষ।
বেকারত্বের গ্লানি আর সরকারি চাকরির অনিশ্চয়তার মাঝেও ভেঙে না পড়ে এই যুবকদের একাংশ বেছে নিয়েছেন ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনকে। আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ নিয়ে অল্প কিছু ছাগল দিয়ে শুরু করেছিলেন তাঁরা। কেউ শুরু করেছিলেন ৫-৬টি ছাগল নিয়ে। আজ কারও খামারে ৪০টি, আবার কারও কাছে ৫০টিরও বেশি ছাগল।
আরও পড়ুন: ভিনরাজ্যে বিপদে পরিযায়ী শ্রমিক? একটা ফোন করলেই…! বিরাট পদক্ষেপ বসিরহাট জেলা পুলিশের
এই উদ্যোগের পেছনে রয়েছেন সুন্দরবন এলাকার দিব্যেন্দু দাস, জালাল উদ্দিন নূরের মতো একাধিক শিক্ষিত যুবক। তাঁরা শুধু নিজেদের জন্য নয়, অন্য যুবকদের জন্যও ছাগল চাষকে স্বনির্ভরতার দিশা হিসেবে তুলে ধরেছেন। এঁরা জানান, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, বাজারে চাহিদাও প্রবল। ফলে যত্ন নিয়ে পালন করলে বছরে অন্তত দুবার বাচ্চা পাওয়া যায়, এবং অল্প খরচে বেশি লাভ উঠে আসে।
advertisement
advertisement
আরও পড়ুন: হাবড়ার দে পরিবারে এমন তিনজনের বিদেশ ভ্রমণের পাসপোর্ট আছে, পৃথিবীতে আর কারও নেই! কে সে জানেন?
শুধু আর্থিক লাভ নয়, এই উদ্যোগে গড়ে উঠছে একটি নতুন দৃষ্টান্ত—যেখানে শিক্ষিত যুবকরা শহরমুখী না হয়ে গ্রামের মাটিতেই গড়ে তুলছেন কর্মসংস্থানের মডেল। সরকারি সহায়তা এবং ব্যাংক ঋণের সাহায্য পেলে এই খামারগুলি আরও বড়ো আকারে ছড়িয়ে পড়তে পারে গোটা জেলাজুড়ে। বসিরহাট ও সুন্দরবনের এই যুবকদের পথ আজ অনেকের কাছে অনুপ্রেরণা। চাকরির অপেক্ষায় সময় নষ্ট না করে নিজেরাই তৈরি করছেন নিজের ভবিষ্যৎ।
advertisement
জুলফিকার মোল্যা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 25, 2025 11:10 PM IST