Money Making Tips: বংশপরম্পরার পেশা, দিকে দিকে ব্যাপক চাহিদা! যেভাবে আয় করছেন নদিয়ার ব্যবসায়ী, ট্রাই করলে লাভের মুখ দেখতে পারেন আপনিও

Last Updated:

বিভিন্ন ধরনের ব্যবসা, যেগুলি থেকে বহু মানুষ প্রচুর রোজগার করে থাকেন। তবে এসবের মধ্যে আবার নদিয়ার এক যুবক বংশপরম্পরায় এমন এক পেশার সঙ্গে যুক্ত, যার চাহিদা ব্যাপক।

+
খাঁড়া

খাঁড়া তৈরিতে ব্যস্ত কারিগরেরা 

নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: বিভিন্ন ধরনের ব্যবসা, যেগুলি থেকে বহু মানুষ প্রচুর রোজগার করে থাকেন। তবে এসবের মধ্যে আবার নদিয়ার এক যুবক বংশপরম্পরায় এমন এক পেশার সঙ্গে যুক্ত, যার চাহিদা ব্যাপক। শুধু জেলা নয়, তাঁর নিপুণ শিল্প দক্ষতায় তৈরি জিনিসপত্র এখন রাজ্য, দেশ, এমনকি বিদেশেও পাড়ি দিচ্ছে। এখন হয়ত ভাবছেন, কোন পেশা আর কোন ব্যবসা চালাচ্ছেন ওই যুবক? সত্যি বলতে আপনিও এই পেশায় নিজেকে যুক্ত করে বাড়তি রোজগারের দিশা খুঁজে পেতে পারেন। যদিও বর্তমানে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে তাকে এবং এই ধরনের পেশার সঙ্গে যুক্ত শিল্পীদের।
বংশপরম্পরা ধরে খাঁড়া বানিয়ে চলেছেন নবদ্বীপের অধিকারী পরিবার, কালীপুজোর আগে চরম ব্যস্ততা। কালীপুজো আসতেই দিনরাত কাজে ব্যস্ত হয়ে পড়েছেন নবদ্বীপের খাঁড়া তৈরির কাজে নিয়োজিত শিল্পীরা। এ ব্যাপারে শিল্পী রাজু অধিকারী বলেন, তারা বংশ পরস্পরায় ধরে এই কাজ করে চলেছেন। তবে দিন দিন যেভাবে কাঁচামালের দাম যেভাবে বেড়ে যাচ্ছে তাতে এই শিল্প টিকিয়ে রাখাটা খুবই কষ্টদায়ক ব্যাপার। মূলত দুর্গাপুজো, কালীপুজো, কার্তিক পুজো, রাস উৎসব-সহ সব পুজোতেই এই খাঁড়ার ব্যবহার থাকে। পাশাপাশি দেবীর মুন্ডুমালা সহ দেবদেবীর বিভিন্ন অস্ত্র সবই তিনি নিপুণতার সঙ্গে তৈরি করে থাকেন। আর তাদের নিপুণ দক্ষতার ফলে এই খাঁড়া ও দেবদেবীর অস্ত্র আজ শুধু নদিয়া জেলার মধ্যে আর সীমাবদ্ধ নেই।
advertisement
advertisement
নদিয়ার রাজু বাবুর কথায় তাদের এই খাঁড়া ও দেব দেবীর অস্ত্র এখন জেলা, রাজ্য তো বটেই রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়িয়ে ভিনদেশে পাড়ি দিচ্ছে। বিশেষ করে ভিন দেশ থেকে অর্ডার পাচ্ছেন বলেই তাদের এই শিল্পের কাজ করার প্রতি মনোবল আরও বেড়েছে, অর্ডার অনুযায়ী সাপ্লাই করা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভিন রাজ্য, ভিনদেশ থেকে অর্ডার আসায় বিশেষ করে পুজোর মরশুমে দক্ষ কারিগর দ্বারা দিনরাত জেগে কাজ করা হচ্ছে। তবে তিনি কাজের পাশাপাশি এটাও বলেন, খাঁড়া ও দেবদেবীর অস্ত্র তৈরির জন্য যে কাঁচামালের প্রয়োজন তার কিন্তু দিন দিন দাম বৃদ্ধি পাচ্ছে। সেই অর্থে খাঁড়ার দাম বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। ফলে তাদের উপার্জন অনেকটাই কমে গিয়েছে। যারা কারিগর হিসাবে তাদের সঙ্গে কাজ করেন তাদের মজুরি দিন দিন বেড়ে যাচ্ছে অথচ সেই অর্থে খাঁড়ার দাম বৃদ্ধি হচ্ছে না ফলে অনেকটাই ধাক্কা খাচ্ছে তাদের ব্যবসায়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বংশপরম্পরার পেশা, দিকে দিকে ব্যাপক চাহিদা! যেভাবে আয় করছেন নদিয়ার ব্যবসায়ী, ট্রাই করলে লাভের মুখ দেখতে পারেন আপনিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement