Money Making Ideas: ফাঁকা জমিতে গাঁদা ফুল চাষে বাজিমাত! কম খরচে অধিক লাভের নতুন দিশা
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Money Making Ideas: ফাঁকা পড়ে থাকা জমিতে গাঁদা ফুল চাষ করে কৃষকরা পাচ্ছেন দ্বিগুণ লাভ। বাজারে চাহিদা বেশি, খরচ কম, ফলে অল্প সময়েই চাষিরা ঘরে তুলছেন মোটা অঙ্কের টাকা।
মেমারি: এবার আলু চাষের পর ধান চাষের অপেক্ষায় থাকার দিন শেষ।আর বসে থাকতে হবে না চাষীদের।অল্প খরচেই চাষ করে লাভের মুখ দেখতে পাবেন চাষীরা। আলু চাষ শেষ করে ধান চাষের অপেক্ষা না করে জমিতে চাষ করতে পারেন গাঁদা ফুল। আর এই চাষ করেই এখন লাভের মুখ দেখছেন পূর্ব বর্ধমানের মেমারি চাষিরা। আর এই চাষে জমির কোন ক্ষতি হবে না বলে দাবি চাষীর। এমনকি চাষের জন্য ব্যয় করতে হবে অল্প পরিমাণ টাকা।
চারিপাশে ধান জমি আর তারই মাঝখানে উজ্জ্বল কমলা ও হলুদ রঙের গাঁদা ফুল।শুধু আলু বা ধান চাষের উপর নির্ভরশীল না হয়ে, মেমারির চাষিরা এখন গাঁদা ফুল চাষে পেয়েছেন নতুন পথের সন্ধান। অল্প খরচে, কম সময়ে, অধিক লাভের এই নতুন কৌশল শুধু তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যই দিচ্ছে না, বরং কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
advertisement
advertisement
আলু চাষের পর ধান চাষ করার আগে বেশ কিছুদিন ফাঁকা করে থাকে জমি কিন্তু সেই সময় জমি ফাঁকা না রেখে গাঁদা ফুলের চাষ করছেন পূর্ব বর্ধমানের মেমারির বেশ কয়েকজন চাষী। প্রায় ১৫ কাটা জমিতে চাষ করতে খরচা পাঁচ থেকে সাত হাজার টাকা। গাছে ফুল এলে তিন দিন অন্তর ফুল তুলতে পারবেন গাছ থেকে যা বাজারে প্রতি কিলো ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়।
advertisement
এক চাষি জানেন, বৈশাখ মাসে প্রথম গাছ লাগিয়েছিলেন জমিতে। গাছে ফুল আসার পর থেকে প্রায় টানা দুই মাসের তিন দিন অন্তর এক এক দিনে প্রায় ৩০ থেকে ৪০ কেজি করে ফুল তুলেছি। বর্ষা না হলে এই পরিমাণ আরও বেশি হতে পারে। কারণ বাজারে শুকনো ফুল নেয় বর্ষার কারণে ফুল শুকনো যাচ্ছে না তাই ফুলের দামও কিছুটা কম পাওয়া যাচ্ছে। অন্যান্য সময় প্রতি কেজি ১৫০ থেকে ২০০ টাকা করে বিক্রি হলেও এখন ১০০ টাকা করে প্রতি কেজি বিক্রি হচ্ছে। তাই আলু চাষের পর ধান চাষের জন্য বসে না থেকে কম খরচে গাঁদা ফুল চাষ করলে মোটামুটি ভালোই লাভ পাওয়া যায়।
advertisement
মেমারির চাষিদের এই সাফল্য প্রমাণ করে যে, প্রচলিত ফসলের বাইরেও বিকল্প চাষের সম্ভাবনা কতটা উজ্জ্বল। তাদের এই উদ্যোগ শুধু স্থানীয় চাষীদের জন্য অনুপ্রেরণা নয়, বরং রাজ্যের অন্যান্য প্রান্তের চাষীদের কাছেও এক নতুন দিশা দেখাতে পারে। গাঁদা ফুল চাষের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছেন তারা।
advertisement
সায়নী সরকার:
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 4:08 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: ফাঁকা জমিতে গাঁদা ফুল চাষে বাজিমাত! কম খরচে অধিক লাভের নতুন দিশা