Fraud Alert: সরকারি অধাকারিকের নাম করে ফোন! চাকরির প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকার প্রতারণার অভিযোগ

Last Updated:

Fraud Alert: ইতিমধ্যেই বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন। কীভাবে চিনবেন এই ধরনের প্রতারক চক্র, জেনে নিন রিপোর্টে।

+
রানাঘাট

রানাঘাট ১ পঞ্চায়েত সমিতির কার্যালয়

রানাঘাট: আবারও নতুন করে প্রতারণার শিকার বি.এল.ও কর্মীরা। রানাঘাট এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও-র নাম করে ফোন করে চাকরির প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকার প্রতারণা। ইতিমধ্যেই প্রতারণার শিকার হয়েছেন একাধিক বি.এল.ও কর্মীরা। রানাঘাট এক নম্বর ব্লকের যতজন বি.এল.ও কর্মী রয়েছে তাদের প্রত্যেককে ফোন করে স্টেট ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে।
ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছে। বর্তমানে চিন্তিত বি.এল.ও কর্মীরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম ব্রাঞ্চ। যদিও এ বিষয়ে ফোনে প্রতিক্রিয়া দিয়েছেন রানাঘাট এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সুব্রত পাল।
advertisement
তিনি জানান এই ঘটনার বিষয়টি তিনি জানতে পারেন তবে অভিযোগ হয়েছে ঘটনার তদন্তে প্রসাসন। জয়েন বিডিও সুব্রত পাল আরও জানান রানাঘাট এক নম্বর ব্লক জুড়ে এই প্রতারণার জাল ছড়িয়ে রয়েছে বলেই তিনি মনে করছেন। এখন তদন্তের পর এই প্রশ্ন হবে এই প্রতারণার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে।
advertisement
এখানেই উঠছে প্রশ্ন, যেখানে প্রশাসন থেকে একাধিকবার এই সমস্ত প্রতারকদের পর্দা ফাঁস করা হচ্ছে এবং বারংবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যে টাকা পয়সার বিনিময়ে কখনও চাকরি পাওয়া যায় না কিংবা যারা টাকা পয়সা চান তারা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারক হন এই সমস্ত ফাঁদে পা দেবেন না এবং অতিসত্বর এই ধরনের কোন ফোন এলে পরে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তা নিতে কিন্তু তার পরেও মানুষ এই ধরনের ফাঁদে পা দিচ্ছেন। যদিও ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fraud Alert: সরকারি অধাকারিকের নাম করে ফোন! চাকরির প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকার প্রতারণার অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement