হাতে খোদাই নয়, এই আধুনিক পদ্ধতির বাড়ির নকশা তৈরি করেই লাভবান শিল্পীরা

Last Updated:

আগে হাতে খোদাই করে বাড়ির নকশা তৈরি করতেন শিল্পীরা, এখন আধুনিক ডিজিটাল পদ্ধতিতে কাজ করে অনেক বেশি লাভ করছেন তাঁরা।

+
বাড়ির

বাড়ির নকশা ডিজাইন তৈরি করছেন হস্তশিল্পীরা

মালদহ : শুধুই প্রযুক্তি নয় যুগের সাথে বদলেছে মানুষের জীবন যাপনের জন্য বাড়ি ঘরের গঠন‌ও। বর্তমান আধুনিক যুগে বাড়ি কে মহলের ধাঁচে রূপ দিতে সাজিয়ে থাকেন অনেকে। প্রাচীন যুগে খোদাই করে নকশা ডিজাইন তৈরি করা হত বাড়িঘরে। তবে বর্তমানে খোদাই না করেই আধুনিক মানের নকশা ডিজাইন করা যায় সহজে। আর সেই আধুনিক মানের নকশা ডিজাইন তৈরি করে নজর কাড়ছেন মালদহের এই হস্তশিল্পীরা।
বাড়ি সাজানোর কার্নিস মডেলিং তৈরি করে দিনে প্রায় ১০০০ টাকা আয় করে রোজগারের দিশা দেখাচ্ছেন মালদহের এই হস্তশিল্পীরা। ক্রোন মডেলিং, বেস বোর্ড, চেয়ার রলস, কেসিং, প্যানেল মডেলিং, বিডবোর্ড ইত্যাদি ধরনের বিভিন্ন রকম নকশা ডিজাইন তৈরি করেন তারা। এই নকশা ডিজাইনের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে।
advertisement
advertisement
ছোট্ট একটি কারখানা করে মালদহের ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকায় এই নকশা ডিজাইন তৈরি করে বিক্রি করছেন মালদহের মোথাবাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ রিজওয়ান করিম। পরিবারের হাল ধরতে আগে ভিন রাজ্যে এই কাজে পাড়ি দিতেন তিনি। বর্তমানে প্রশিক্ষণ নিয়ে এসে বাড়ির কাছেই ছোট্ট একটি কারখানা গড়ে বাড়ি সাজানোর এই নকশা তৈরি করছেন তিনি। বর্তমানে তার এই কারখানায় দুইজন শ্রমিক কাজ করেন। এই নকশা ডিজাইন বিক্রি করে মাসে প্রায় লক্ষাধিক টাকা আয় করে রোজগারের পথ দেখাচ্ছেন মালদহের এই হস্তশিল্পী।
advertisement
কর্মসংস্থান না থাকায় আজও বহু শ্রমিক পাড়ি দেন ভিন রাজ্যে। জেলার বিভিন্ন শ্রমিকদের একাধিক ধরনের হস্তশিল্পের দক্ষতা থাকা সত্ত্বেও কাজ না পাওয়ায় ভিন রাজ্যে কাজে যেতে দেখা যায়। তবে মালদহের এই হস্তশিল্পীদের জেলাতেই রোজগারের পথ নজর কেড়েছে সকলের।
advertisement
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
হাতে খোদাই নয়, এই আধুনিক পদ্ধতির বাড়ির নকশা তৈরি করেই লাভবান শিল্পীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement