Money Making Tips: বেশি খরচের বালাই নেই! বাড়িতে বসে এই ব্যবসায় মহিলারা উপার্জন করবে প্রচুর টাকা, আপনিও শুরু করতে পারেন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Women Empowerment: তপনের শিপ্রা গোস্বামী ঘরে বসে পুরোনো কাপড় দিয়ে বৌ আসন তৈরি করে মহিলাদের স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন। তাঁর তৈরি রঙিন আসনের চাহিদা ব্যাপক।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : ঘরে বসে মহিলাদের স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন তপন ব্লকের চকভগীরথ গ্রামের মহিলা শিপ্রা গোস্বামী। প্রথাগত কোনও শিক্ষা তেমনভাবে না থাকলেও মহিলাদের স্বনির্ভর করতে বাড়িতে পড়ে থাকা পুরোনো অপ্রয়োজনীয় কাপড়ের টুকরো দিয়ে বৌ আসন তৈরি করে তাক লাগিয়েছেন তিনি। অসাধারণ কাজ না দেখলে আপনারও বিশ্বাস হবে না। তাঁর হাতে তৈরি আসন বিক্রিও হচ্ছে ব্যাপকহারে। তাঁর তৈরি নানারকম ডিজাইনের আসন ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে সকলের।
বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম প্রয়োজনীয় উপাদান হল আসন। তাই পুজো কিংবা বছরের অন্যান্য দিন সারা বছরই আসনের প্রয়োজনীয়তা থেকেই যায়। তবে তা যদি হয় নতুনত্ব ডিজাইনের বৌ আসন তাহলে তো কথাই নেই। তাই শিপ্রা দেবীর হাতে তৈরি এই আসনের চাহিদাও ব্যাপকহারে। দামও রয়েছে সাধ্যের মধ্যেই। ১০০ টাকা থেকে শুরু করে সাইজ অনুযায়ী দাম রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুন: সন্ধে হলেই ভয়ে কাঁপছে এলাকার মহিলারা, বন্ধ স্কুলের ভিতরে গোপনে চলছে এই কাজ, কোথায় জানেন?
এবিষয়ে শিল্পী শিপ্রা গোস্বামীর কথায়, “ছোট থেকেই তাঁর সক নানা ধরণের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে রকমারি ঘর সাজানোর জিনিস তৈরি করা। এরপরেই তাঁর ভাবনা থেকে ছাট কাপড় দিয়ে এই আসন তৈরির চিন্তাভাবনা মাথায় আসে। এরপরেই যেমন ভাবনা তেমন কাজ। আশপাশের এলাকা থেকে আসা মহিলারা প্রত্যেকেই মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিয়েছেন।”
advertisement
advertisement
আরও পড়ুন: বসতি এলাকার লজে একী কাণ্ড! গাড়িতে ভুয়ো ‘প্রেস’ স্টিকার লাগিয়ে চলত…! শিক্ষকের কুকীর্তি ফাঁস হতেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা
শিপ্রাদেবীর হাতে শেখানো এসব আসন মহিলারা বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন। তাঁরা যাতে এই ধরণের হস্তশিল্প বানিয়ে বিক্রি করে লাভবান হতে পারেন সেটাই শিল্পী শিপ্রাদেবীর মূল লক্ষ্য। ঘরে বসে তাঁরা নানানরকম ডিজাইনের আসন তৈরি করে তা বিক্রি করে স্বনির্ভর হতে পারছেন সহজেই। বৌ আসন তৈরির মাধ্যমে ইতিমধ্যেই আট থেকে দশজন মহিলাকে স্বনির্ভরতার দিশা দেখাতে পেরেছেন তিনি। সেই দিক থেকেও তাঁর অদম্য লড়াই চলছে। ভবিষ্যতে এই ধরণের অপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে আরও নানাধরনের কাজ করার আগ্রহ রয়েছে শিল্পী শিপ্রা গোস্বামীর।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2025 2:37 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বেশি খরচের বালাই নেই! বাড়িতে বসে এই ব্যবসায় মহিলারা উপার্জন করবে প্রচুর টাকা, আপনিও শুরু করতে পারেন
