Money Making Tips: সামান্য উপকরণ দিয়ে দারুণ আয়, এই জিনিস বানিয়ে স্বনির্ভরতার দিশা যুবতীর
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
Last Updated:
Money Making Tips: রেজিন এবং সামান্য রং দিয়ে অনায়াসে বাড়িতে থেকে অন্যান্য কাজের পাশাপাশি উপার্জন করা সম্ভব। তারই দিশা দেখাচ্ছেন এই যুবতী। কীভাবে জানেন?
পশ্চিম মেদিনীপুর: আপনার প্রিয় মুহূর্তকে একটা ফ্রেমে বন্দি করে রাখতে চান? ধরুন আপনার বিয়ের প্রিয় ফুলের মালা, গাছ কৌটো কিংবা কোনও প্রিয় জিনিস আজীবন সংরক্ষণ করে রাখতে চান এখন! তবে এই স্মৃতিকে বাঁধিয়ে রাখতে চাইলে আপনার জন্য সুন্দর এই জিনিস। সামান্য খরচে প্রিয় জিনিস সংরক্ষণ করে দিচ্ছে এক যুবতী। বাড়িতে বসেই সামান্য উপকরণ দিয়ে করছে এই কাজ। সম্প্রতি এক যুবতী শুরু করেছেন এই ব্যবসা, নিজে যেমন স্বনির্ভর হয়েছেন তেমনি অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। শুধু ফটো ফ্রেম, প্রিয় জিনিস সংরক্ষণ করে রাখা নয়, এর সঙ্গে মিলছে বিভিন্ন ধরনের কাস্টমাইজ জুয়েলারি। যার বাজারদর রয়েছে বেশ।
সম্প্রতি এই জিনিসের চাহিদা বেড়েছে বাজারে। ধীরে ধীরে নিজের পাশাপাশি অন্যদেরও স্বাবলম্বী করে তুলছেন তিনি।সোনার গয়না ছেড়ে, অধিকাংশ মেয়ে -মহিলারা হ্যান্ডমেড জুয়েলারি দিকে ঝুঁকেছেন। বর্তমানে হ্যান্ডমেড কাস্টমাইজ জুয়েলারি বাজার রয়েছে বেশ। তবে এর পাশাপাশি চাহিদা বেড়েছে রেজিন আর্ট জুয়েলারির। কিংবা প্রিয় মুহুর্তের ছবি অথবা, বিভিন্ন প্রিয় জিনিসের সংরক্ষণের ইচ্ছে সকলের। তবে এক যুবতী বেশ কয়েক মাস ধরেই করছে এই কাজ। এই জিনিস করে প্রতি মাসে স্বনির্ভর হচ্ছে সে শুধু তাই নয় গ্রামীণ মেয়ে এবং মহিলাদের শিখিয়ে দিচ্ছেন।
advertisement
advertisement
নিজের পাশাপাশি স্বনির্ভরের দিশা দেখাচ্ছেন তিনি।পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ এলাকার বাসিন্দা শ্রাবণী দে। বেশ কয়েক মাস ধরেই তিনি রেজিন, বিভিন্ন রং দিয়ে নানা জিনিস তৈরি করছেন। তার মধ্যে রয়েছে পছন্দসই কানের দুল, গলার হার, চাবি রিং, রয়েছে ফটো ফ্রেম, যেখানে নিজের প্রিয় জিনিসকে সংরক্ষণ করে রাখতে পারা যাবে।
advertisement
বেশ কয়েক মাস ধরেই শুরু করেছেন এই ব্যবসা। সর্বনিম্ন দাম রয়েছে দেড়শ টাকা থেকে, এরপর প্রতিটি জিনিস এবং কাস্টমাইজেশনের উপর দাম নির্ভর করছে। ইতিমধ্যেই গ্রামীণ মহিলাদের তিনি শিখিয়ে দিচ্ছেন রেজিনের বিভিন্ন জিনিস তৈরির পদ্ধতি।স্বাভাবিকভাবে রেজিন এবং সামান্য রং দিয়ে অনায়াসে বাড়িতে থেকে অন্যান্য কাজের পাশাপাশি উপার্জন করা সম্ভব। তারই দিশা দেখাচ্ছেন এই যুবতী।
advertisement
রঞ্জন চন্দ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 02, 2025 7:13 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: সামান্য উপকরণ দিয়ে দারুণ আয়, এই জিনিস বানিয়ে স্বনির্ভরতার দিশা যুবতীর







