Money Making Ideas: বদলাচ্ছে রুচি, পছন্দের জুয়েলারি বানিয়ে স্বনির্ভর কলেজ ছাত্রী
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Money Making Ideas: ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে বদলাচ্ছে রুচি। সেই রুচিকে পাথেয় করেই কলেজ ছাত্রী নিজেই বানাচ্ছেন নিজের পছন্দের গয়না। এই উদ্যোগের মাধ্যমেই সে হয়ে উঠেছে স্বনির্ভর, খুলেছে নতুন আয়ের পথ।
পশ্চিম মেদিনীপুর: দিনের পর দিন কমছে সোনা চাঁদির গয়না পরার চাহিদা। উৎসব বা অনুষ্ঠানে জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং গয়না পরতেই পছন্দ করছে মেয়েরা। দিন যত বদলাচ্ছে, বদলাচ্ছে মানুষের চাহিদা। বদল আসছে মানুষের রুচিতে। এককালের ভারী ভারী সোনা, রুপোর গয়না বাদ দিয়ে মেয়েদের বেশ পছন্দের তালিকায় রয়েছে হ্যান্ডমেড জুয়েলারি কিংবা জাঙ্ক জুয়েলারি। এছাড়াও বিভিন্ন উৎসব অনুষ্ঠান হোক বা সামাজিক অনুষ্ঠান পোশাকেও এসেছে বদল। শাড়ি হোক কিংবা মেয়েদের ব্লাউজ, বিভিন্ন ছবি কিংবা কলকা ডিজাইন কাস্টমাইজ করে ব্যবহার করছেন সকলে।
জামা কিংবা শাড়ি, অথবা ছেলেদের পাঞ্জাবিতেও এই নতুন ডিজাইন বেশ পছন্দের।তবে সাধারণ মানুষের পছন্দের মত বিভিন্ন ধরনের গয়না, বিভিন্ন ছবি দিয়ে কাস্টমাইজ পোশাক বানিয়ে স্বনির্ভর হচ্ছেন এক কলেজ ছাত্রী। পড়ার অবসরে এই কাজ করে নিজের পাশাপাশি অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। কলেজে পড়ার সময় থেকেই কিছু করার ভাবনা নিয়ে শুরু করেছেন এই হাতে বানান বিভিন্ন ধরনের জিনিস তৈরি। তবে বর্তমানে কলেজে পড়ার পাশাপাশি বাড়িতেই জাঙ্ক জুয়েলারি এবং ব্লাউজ কিংবা পাঞ্জাবি কাস্টমাইজ করে বিক্রি করছেন অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে।
advertisement
advertisement
আরও পড়ুন: বক্সা পাহাড়ে শুরু হতে চলেছে মিলেট চাষ
পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলির বাসিন্দা প্রিয়া ঘোষাল। প্রিয়া বর্তমানে শিক্ষক শিক্ষণ বিভাগে পড়াশোনা করছে। তবে পড়াশোনার অবসরে বাড়িতেই বানাচ্ছেন অক্সিডাইজ জুয়েলারি। দামও রয়েছে সাধ্যের মধ্যে। বিক্রিও হচ্ছে বেশ। প্রসঙ্গত বর্তমান দিনে সোনা রুপোর গয়না পরার চাহিদা কমছে সাধারণ মহিলাদের মধ্যে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে জামাকাপড়ের ম্যাচিং এ ব্যবহার করছেন বিভিন্ন ধরনের অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি কিংবা হ্যান্ডমেড জুয়েলারি। আর এই জাঙ্ক জুয়েলারি বানিয়ে বিক্রি করছেন এই কলেজ ছাত্রী।
advertisement
দাম রয়েছে ৪০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। শুধু তাই নয়, গ্রাহকদের পছন্দের মত বিভিন্ন ব্লাউজ এ কাস্টমাইজ করে দিচ্ছেন নানা ছবি। স্বাভাবিকভাবে পড়ার অবসরে শিল্পকলা ফুটিয়ে তুলে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন কলেজ ছাত্রীর প্রিয়া। শুধু তাই নয়, মাসিক লাভও জুটছে তার।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 6:46 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: বদলাচ্ছে রুচি, পছন্দের জুয়েলারি বানিয়ে স্বনির্ভর কলেজ ছাত্রী