Zain Nadella Death: মাত্র ২৬ বছর বয়সে প্রয়াত মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার পুত্র জেইন নাদেলা

Last Updated:

Microsoft CEO Satya's Son Zain Nadella Dies: সেরিব্রাল পলসি নিয়েই জন্মগ্রহণ করেছিলেন জেইন। ২০১৭ সালের অক্টোবরে, সত্য নাদেলা একটি ব্লগপোস্টে সন্তানের জন্মের কথা লিখেছিলেন।

#নয়াদিল্লি: প্রয়াত মাইক্রোসফট কর্পোরেশনের (Microsoft Corporation) প্রধান কার্যনির্বাহী আধিকারিক সত্য নাদেলা (Microsoft Chief Executive Officer Satya Nadella) এবং তাঁর স্ত্রী অনুর (Anu Nadella) পুত্র জেইন নাদেলা (Zain Nadella)। সোমবার সকালে এই আকস্মিক প্রয়াণের (Zain Nadella Death) খবর ঘোষণা করেছে মাইক্রোসফট কর্পোরেশন। মাত্র ২৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জেইন। সংস্থাটি ইমেল মারফত নিজের শীর্ষস্থানীয় কর্মীদের জেইনের মৃত্যুর (Zain Nadella Death) খবর জানিয়েছে। ওই বিবৃতিতে মাইক্রোসফট এক্সিকিউটিভদের অনুরোধ করা হয়েছিল সত্য নাদেলার পরিবারকে এই ব্যক্তিগত শোকের মুহূর্তে নিজেদের মতো থাকতে দিতে এবং পরিবারের জন্য প্রার্থনায় করতে। সেরিব্রাল পলসি (cerebral palsy) নিয়েই জন্মগ্রহণ করেছিলেন জেইন। ২০১৭ সালের অক্টোবরে, সত্য নাদেলা (Satya Nadella) একটি ব্লগপোস্টে সন্তানের জন্মের কথা লিখেছিলেন।
“এক রাতে, গর্ভাবস্থার ছত্রিশতম সপ্তাহে অনু লক্ষ্য করেছিলেন যে শিশুটি ততটা নড়াচড়া করছে না যতখানি আগে করত। তাই আমরা বেলভিউয়ের একটি স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগে ছুটে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম সব ঠিকই আছে, রুটিন চেকআপ। প্রথমবার বাবা-মা হতে চলার উদ্বেগ। আমার স্পষ্ট মনে আছে জরুরি বিভাগে অপেক্ষার সময় কতখানি বিরক্ত লাগছিল আমার। পরীক্ষার পরে, ডাক্তাররা তৎক্ষণাৎ সিজারিয়ান সেকশনের অর্ডার দেওয়ায় যথেষ্ট আশঙ্কায় পড়ি। জেইনের (Zain Nadella Death) জন্ম হয়েছিল রাত্রি ১১:২৯-এ। দিনটা ১৯৯৬ সালের ১৩ অগাস্ট। তিন পাউন্ড ওজন ছিল ওর এবং একটুও কাঁদেনি ও,” লিখেছিলেন জেইনের বাবা সত্য।
advertisement
advertisement
জেইনের বিষয়ে সত্য আরও লিখেছিলেন, “জেইনকে লেক ওয়াশিংটনের বেলভিউ-এর হাসপাতাল থেকে সিয়াটেল চিলড্রেন হাসপাতালে অত্যাধুনিক নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছিল। অনুও জন্ম দেওয়ার পর সেরে উঠতে শুরু করেছিল। আমি হাসপাতালে তাঁর সঙ্গে রাত কাটিয়েছি এবং পরের দিন সকালেই জেইনকে দেখতে গিয়েছিলাম। তখন আমি কিছুই প্রায় জানতাম না যে আমাদের জীবন কতটা পরিবর্তিত হতে চলেছে। পরবর্তী কয়েক বছরে আমরা জরায়ুর মধ্যে শ্বাসরোধের ফলে সৃষ্ট ক্ষতি সম্পর্কে আরও শিখেছি, জেনেছি এবং কীভাবে জেইনের বেঁচে থাকার জন্য আগামীতে হুইলচেয়ারের প্রয়োজন হবে তাও বুঝি। গুরুতর সেরিব্রাল পলসির (Zain Nadella Death) কারণে জেইন আমাদের উপরই নির্ভরশীল হবে জেনে আমি বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। আমার এবং অনুর জীবনে এই মোড় ঘোরানো ঘটনাটার কষ্ট বয়ে বেড়াচ্ছি।”
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Zain Nadella Death: মাত্র ২৬ বছর বয়সে প্রয়াত মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার পুত্র জেইন নাদেলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement