ব্যবসায় ব্যবহৃত হয় এই শব্দগুলি, আসল অর্থ না জানলে কিন্তু পথে বসতে হতে পারে!

Last Updated:

বেশ কিছু শব্দ ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলি অত্যন্ত প্রয়োজনীয়। দেখে নেওয়া যাক এমনই কয়েকটি শব্দ—

কলকাতা: ব্যবসা শুরু করতে গেলে যে পরিমাণ পুঁজি প্রয়োজন, তার থেকে অন্তত খানিকটা বেশি প্রয়োজন বুদ্ধির। যাকে বলে ব্যবসায়িক বুদ্ধি। কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে পারস্পরিক আদানপ্রদানের সময় ভাষারও একটা গুরুত্ব রয়েছে। এমন বেশ কিছু শব্দ ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলি অত্যন্ত প্রয়োজনীয়। তা জেনে রাখাও দরকার। দেখে নেওয়া যাক এমনই কয়েকটি শব্দ—
১. ব্যালেন্স শিট
ব্যালেন্স শিট-এ কোনও সংস্থার আর্থনৈতিক পরিস্থিতি প্রতিফলিত হয়। এই তথ্য একটি নির্দিষ্ট সময়ে নথিভুক্ত করা হয়, মূলত ত্রৈমাসিক বা আর্থিক বছরের শেষে।
২. অ্যাসেট
অ্যাসেট শব্দের অর্থ হল সম্পদ, যা ব্যবসা নিয়ন্ত্রণ করে। সমস্ত ব্যবসায়ী আশা করে তাঁর সম্পদ ভবিষ্যতে নগদ প্রবাহ তৈরি করবে।
advertisement
advertisement
৩. লায়াবিলিটি বা দায়বদ্ধতা
দায়বদ্ধতা হল ঋণ, যা ব্যবসায়ী অন্য সূত্র থেক অর্জন করেন। যেমন ধরা যাক, সরবরাহকারীদের প্রদেয় খরচ, বা ব্যবসায়িক ঋণ
৪. ইক্যুইটি
শেয়ারহোল্ডারদের ইক্যুইটি-ই বলে দিতে পারে কোনও সংস্থার নিট মূল্য কত। শেয়ারহোল্ডারদের ইক্যুইটি গণনা করতে, সম্পদ থেকে মোট দায়বদ্ধতা বিয়োগ করতে হবে।
৫. আয়ের বিবরণ
ইনকাম স্টেটমেন্ট বা আয়ের বিবরণ একটি মেয়াদে ব্যবসার কর্মক্ষমতা সম্পর্কে ধারণা তৈরি করে। এটিও সাধারণত ত্রৈমাসিক বা বার্ষিক হিসেবে হয়ে থাকে।
advertisement
৬. রেভেনিউ বা রাজস্ব
রেভেনিউ বলতে ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে পাওয়া আয়কেই বোঝায়। পণ্যের দামকে বিক্রি হওয়া পণ্যের সংখ্যা দিয়ে গুণ করলে এই রেভেনিউ পাওয়া যেতে পারে।
৭. এক্সপেন্স বা ব্যয়
ব্যয় বলতে উপযোগিতা, বেতন এবং কাঁচামাল এবং অন্য পণ্যে ব্যয় করা অর্থকেই বোঝায়। এটি একটি সংস্থার ব্যবসা পরিচালনা করে।
advertisement
৮. প্রফিট বা লাভ
‘নিট ইনকাম’ বা ‘বটমলাইন ইনকাম’ হিসেবেও দেখা হয় একে। কোনও সংস্থার লাভ সেই ব্যবসার উপার্জন এবং ব্যয়ের মধ্যে পার্থক্যকে সূচিত করে।
৯. নেট লস বা ক্ষতি
লাভের সমীকরণ ব্যবহার করেই ব্যবসার ক্ষতি গণনা করা যেতে পারে। মোট ব্যয় মোট আয়ের চেয়ে বেশি হলে ক্ষতি হয়।
১০. ক্যাশ ফ্লো স্টেটমেন্ট
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও সংস্থা দ্বারা উৎপন্ন নগদ ও ব্যবহৃত নগদের পরিমাপ করে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যবসায় ব্যবহৃত হয় এই শব্দগুলি, আসল অর্থ না জানলে কিন্তু পথে বসতে হতে পারে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement