Masked Aadhaar Download: লুকনো থাকবে আধার নম্বর, বেহাত হবে না আর! ধাপে ধাপে এই ভাবে ডাউনলোড করুন ‘মাস্কড আধার’
- Written by:Trending Desk
- trending desk
Last Updated:
মাস্কড আধার হল আধার কার্ডের এমন এক ভার্সন, যেখানে ব্যবহারকারীদের আধার নম্বরের প্রথম ৮টি সংখ্যা 'X' দিয়ে প্রতিস্থাপিত করা হয়। এটি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে৷ পুরো আধার নম্বর সকলের সামনে প্রকাশ করে না৷ ফলে তা অপব্যবহারের সম্ভাবনা কমে।
নয়াদিল্লি: আধার কার্ড থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে আজকাল আখছাড় অনলাইন জালিয়াতির মতো ঘটনা ঘটছে৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা৷ তাছাড়া, হ্যাকারদের হাতে পড়ে গেলে তো আরও সমস্যা৷ অনায়াসেই বিদেশে ‘বিক্রি’ হয়ে যেতে পারে আপনার আমার আঙুলের ছাপ৷ এমন পরিস্থিতিতে আধার কার্ডকে সংরক্ষিত করা অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ৷ এক্ষেত্রে, মাস্কড আধার-ই হল একমাত্র উপায় যার মাধ্যমে আপনি আপনার আধার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য গোপন করে রাখতে পারবেন৷
মাস্কড আধার বা মুখোশযুক্ত আধার হল আধার কার্ডের এমন একটি বৈশিষ্ট্য যা ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন থরিটি অফ ইন্ডিয়া দ্বারা জারি করা নতুন আধার ফিচার। এটি আধার কার্ডের তথ্যকে আরও নিরাপত্তা দেবে। একটি মাস্কড আধার বা মুখোশযুক্ত আধারে, আধার নম্বরের নির্দিষ্ট সংখ্যাগুলি লুকোনো থাকে। এটি নাম, ফটোগ্রাফ এবং কিউআর কোডের মতো গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছাড়া বাকি তথ্য ঢেকে দেয়।
advertisement
আরও পড়ুন:এবার সরকারি দফতরেও করা যাবে ইন্টার্নশিপ! কারা পাবে সুযোগ? টাকাই বা দেওয়া হবে কত? জানালেন মমতা
আধার হল একটি ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর৷ যা ইউআইডিএআই তাদের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক ডেটার উপর ভিত্তি করে জারি করেছে। প্রতিটি ভারতীয় নাগরিকের নির্দিষ্ট ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর রয়েছে৷
advertisement
মাস্কড আধার হল আধার কার্ডের এমন এক ভার্সন, যেখানে ব্যবহারকারীদের আধার নম্বরের প্রথম ৮টি সংখ্যা ‘X’ দিয়ে প্রতিস্থাপিত করা হয়। এটি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে৷ পুরো আধার নম্বর সকলের সামনে প্রকাশ করে না৷ ফলে তা অপব্যবহারের সম্ভাবনা কমে।
advertisement
মাস্কড আধার কার্ড ব্যবহারের একাধিক সুবিধা রয়েছে, এখানে তার কিছু পয়েন্ট জানানো হল-
• এটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে
• এটি ব্যবহারকারীর আধার নম্বরের অপব্যবহার থেকে বাধা দেয়
• এটি বেশিরভাগ সংস্থা দ্বারা গৃহীত হয়
• ব্যবহারকারীর যদি কারও সঙ্গে আধার নম্বর শেয়ার করার প্রয়োজন হয়, তাহলে ব্যবহারকারীর সম্পূর্ণ আধার নম্বরের পরিবর্তে মাস্কড আধার শেয়ার করতে পারেন। এটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করতে সাহায্য করবে।
advertisement
মাস্কড আধার ডাউনলোড করার প্রক্রিয়া
একটি মাস্কড আধার পেতে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে-
• ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://uidai.gov.in/ যেতে হবে
• “মাই আধার” বিভাগের অধীনে, “ডাউনলোড আধার”-এ ক্লিক করতে হবে
• আধার ডাউনলোড পেজে রিডাইরেক্ট করা হবে৷
advertisement
• ১২ সংখ্যার আধার নম্বর বা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি লিখে, পুরো নাম, পিন কোড এবং নিরাপত্তা কোডের মতো অন্যান্য প্রয়োজনীয় বিবরণ লিখে
• “সিলেক্ট ইয়োর প্রেফারেন্স” বিভাগে গিয়ে “মাস্কড আধার” অপশন নির্বাচন করতে হবে৷
• রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপির (ওয়ান-টাইম পাসওয়ার্ড) অপশন বেছে নিতে হবে।
• প্রাপ্ত ওটিপি লিখে এবং ভেরিফাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে৷
advertisement
• তারপর পিডিএফ ফরম্যাটে মাস্কড আধার ডাউনলোড করা যাবে, যা পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
January 08, 2024 4:45 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Masked Aadhaar Download: লুকনো থাকবে আধার নম্বর, বেহাত হবে না আর! ধাপে ধাপে এই ভাবে ডাউনলোড করুন ‘মাস্কড আধার’