PM Kisan: ২০০০ টাকার বদলে অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা! লিস্টে আপনার নাম রয়েছে তো ?

Last Updated:

লিস্টে কীভাবে চেক করবেন নিজের নাম-

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় (PM Kisan Samman Nidhi Yojana) কৃষকদের অ্যাকাউন্টে শীঘ্রই আসতে চলেছে আগামী কিস্তির টাকা ৷ যোজনার দশম কিস্তির টাকা (২০০০ টাকা)১৫ ডিসেম্বর অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ২০২০ সালে ২৫ ডিসেম্বরে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ট্রান্সফার করা হয়েছিল ৷ এখনও পর্যন্ত সরকার দেশের ১১.৩৭ কোটির বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১.৫৮ লক্ষ টাকার বেশি ট্রান্সফার করেছে ৷
এই কৃষকরা পাবেন ৪০০০ টাকা
যে কৃষকরা এখনও পর্যন্ত নবম কিস্তির টাকা পাননি তাঁদের অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা এক সঙ্গে ক্রেডিট করা হবে ৷ অর্থাৎ তাঁরা পেয়ে যাবেন ৪০০০ টাকা ৷ তবে এই সুবিধা কেবল সেই কৃষকরাই পাবেন যাঁরা ৩০সেপ্টেম্বরের আগে রেজিস্ট্রেশন করিয়েছেন ৷
advertisement
advertisement
আপনি কী টাকা পাবেন? এই ভাবে চেক করে নিন
পিএম কিষান যোজনায় (PM Kisan Samman Nidhi Yojana) রেজিস্ট্রেশন করিয়ে থাকলে অবশ্যই সুবিধাভোগীদের লিস্টে চেক করে নিন আপনার নাম ৷
লিস্টে কীভাবে চেক করবেন নিজের নাম
১. সবার আগে পিএম কিষান যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in ভিজিট করতে হবে
advertisement
২. এরপর হোমপেজে Farmers Corner অপশনে ক্লিক করতে হবে
৩. Farmers Corner সেকশনের ভিতরে Beneficiaries List এর অপশনে ক্লিক করতে হবে
৪. এবার ড্রপডাউন লিস্টে রাজ্য, জেলা, উপজেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে
৫. এরপর Get Report এ ক্লিক করতেই সুবিধাভগীদের পুরো লিস্ট সামনে চলে আসবে ৷ এখানে নিজের নাম চেক করে নিতে পারবেন
advertisement
এই ভাবে চেক করে নিন স্টেট্যাস
ওয়েবসাইটের ডানদিকে Farmers Corner-এ ক্লিক করতে হবে ৷ এবার Beneficiary Status ক্লিক করতেই খুলে যাবে নতুন পেজ ৷ এখানে নিজের আধার নম্বর, মোবাইল নম্বর দিতে হবে ৷ এরপর আপনার কিস্তির টাকার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: ২০০০ টাকার বদলে অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা! লিস্টে আপনার নাম রয়েছে তো ?
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement