#নয়াদিল্লি: এক দেশ এক রেশন কার্ড (One nation one card) ব্যবস্থা লাগু হওয়ার পর থেকে প্রত্যেক নাগরিকের জন্য রেশন কার্ড থাকা আরও বেশি জরুরি হয়ে উঠেছে ৷ কেবল সস্তায় রেশন নেওয়ার জন্য নয় পরিচয় পত্র হিসেবেও বেশ গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে মানা হয় রেশন কার্ডকে ৷ এই যোজনা লাগু হওয়ার পর থেকে যে কোনও রাজ্যের বাসিন্দা দেশের যে কোনও জায়গা থেকে রেশন নিতে পারবেন ৷ আধার ও প্যান কার্ডের পাশাপাশি রেশন কার্ড থাকাও অত্যন্ত জরুরি ৷
আরও পড়ুন: আগামী ৫ দিন এই শহরগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির লিস্ট
আপনার কাছে রেশন কার্ড না থাকলে চিন্তার কোনও কারন নেই ৷ এবার বাড়িতে বসে স্মার্টফোন থেকে অনলাইনে রেশন কার্ডের (Apply online for ration card) জন্য আবেদন করতে পারবেন ৷ এর জন্য প্রত্যেকটি রাজ্য একটি ওয়েবসাইট তৈরি করেছে ৷ আপনার রাজ্যের ওয়েবাসইটে গিয়ে রেশন কার্ডের জন্য সহজেই আবেদন করতে পারবেন ৷
আরও পড়ুন: ঊর্ধ্বমুখী সোনার দাম, দেখে নিন কলকাতায় কত টাকা দাম বাড়ল ১০ গ্রাম সোনার
রেশন কার্ড তিন ধরনের হয়
>> দারিদ্র সীমার উপরে (APL)
>> দারিদ্রা সীমার নীচে (BPL)
>> Antyodaya Anna Yojana (AAY)
বার্ষিক আয়ের উপরে নির্ভর করবে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি ৷
আবেদনের জন্য কী কী শর্তাবলী রয়েছে ?
কীভাবে করবেন আবেদন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ration Card