বিনিয়োগকারীদের জন্য বড় খবর! জনপ্রিয় কন্ডোম এবং প্রেগনেন্সি কিট প্রস্তুতকারী এই সংস্থা আনতে চলেছে আইপিও!

Last Updated:

ইক্যুইটি ফার্ম ক্রিসক্যাপিট্যালে বিনিয়োগকারী ম্যানকাইন্ড ফার্মা মার্কেট রেগুলেটরি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি (SEBI)-র কাছে নিজেদের কাগজ জমা দিয়েছে।

#কলকাতা: ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও (IPO)-র মাধ্যমে আয় করা বিনিয়োগকারীদের সামনে আরও একটি বাম্পার সুযোগ আসতে চলেছে। আসলে ম্যানফোর্স কন্ডোম এবং প্রেগনেন্সি কিট প্রেগা নিউজ বিক্রয়কারী ফার্মা কোম্পানি ম্যানকাইন্ড ফার্মা (Mankind Pharma) আইপিও নিয়ে আসতে চলেছে।
ইক্যুইটি ফার্ম ক্রিসক্যাপিট্যালে বিনিয়োগকারী ম্যানকাইন্ড ফার্মা মার্কেট রেগুলেটরি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি (SEBI)-র কাছে নিজেদের কাগজ জমা দিয়েছে। সেই কাগজ অনুযায়ী আইপিও-র দ্বারা কোম্পানির পেমেন্টস, বিনিয়োগকারী এবং শেয়ারধারকের মোট ৪,০০,৫৮,৮৮৪ ইক্যুইটি শেয়ার বিক্রি করার দাবি জানিয়েছে। রমেশ জুনেজা এবং রাজীব জুনেজা যথাক্রমে ৩৭,০৫,৪৪৩ এবং ৩৫,০৫,১৪৯ শেয়ার বিক্রি করবেন। অন্য দিকে শীতল অরোরা ২৮,০৪,১১৯ শেয়ার বিক্রি করবেন।
advertisement
advertisement
এ-ছাড়াও কেয়ার্নহিল সিআইপিইএফ দ্বারা ১,৭৪,০৫,৫৫৯ শেয়ার, কেয়ার্নহিল সিজিপিও দ্বারা ২৬,২৩,৮৬৩ ইক্যুইটি শেয়ার, বেজ লিমিটেড দ্বারা ৯৯,৬৪,৭১১ শেয়ার এবং লিঙ্ক ইনভেস্টমেন্ট ট্রাস্ট দ্বারা ৫০,০০০ শেয়ার বিক্রি করবে। কোম্পানির এই প্রস্তাবে কোনও আয় প্রাপ্ত হবে না। কাগজ অনুযায়ী সকল আয় শেয়ারধারকদের দেওয়া হবে, যাঁরা শেয়ার বিক্রি করবেন। কোম্পানির শেয়ার বিএসই এবং এনএসইতে সূচিবদ্ধ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
advertisement
কোম্পানি:
ম্যানকাইন্ড ফার্মা প্রেসক্রিপশন ওষুধ, ওটিসি প্রোডাক্ট এবং ভেটেরেনারি ওষুধ তৈরি করে থাকে। ম্যানকাইন্ড ফার্মার টপ ব্র্যান্ড হল প্রেগা নিউজ, ম্যানফোর্স, আনওয়ান্টেড-২১, একনেস্টার, রিংআউট, গ্যাসো-ফাস্ট এবং কব্জ হারের মতো প্রোডাক্ট। ম্যানকাইন্ড ফার্মা কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এই কোম্পানিতে ১৪ হাজারের বেশি কর্মী কাজ করেন। আর এই সংস্থার ব্যবসা আমেরিকা, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, কেনিয়া, ক্যামেরুন, মায়ানমার এবং ফিলিপিন্স-সহ প্রায় ৩৪টি দেশে ছড়িয়ে রয়েছে।
advertisement
আর এমন একটি জনপ্রিয় কোম্পানি এবার নিজেদের আইপিও-তে নথিবদ্ধ করতে চাইছে। ম্যানকাইন্ড ফার্মা কোম্পানি এর মাধ্যমে তাদের শেয়ার বিক্রি করে টাকা তুলতে চাইছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী, ম্যানকাইন্ড ফার্মা কোম্পানি শেয়ার বিক্রির টাকা কোম্পানির ঘরে না-তুলে সেই টাকা শেয়ার ধারকদের মধ্যে দিয়ে দেবে বলে জানা গিয়েছে। এর জন্য ইতিমধ্যেই তারা প্রয়োজনীয় কাজকর্ম শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ম্যানকাইন্ড ফার্মা এর প্রথম ধাপ হিসেবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি-র কাছে ইতিমধ্যেই কোম্পানির কাগজপত্র জমা দিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিনিয়োগকারীদের জন্য বড় খবর! জনপ্রিয় কন্ডোম এবং প্রেগনেন্সি কিট প্রস্তুতকারী এই সংস্থা আনতে চলেছে আইপিও!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement