জ্বালানিতে ফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র! সংস্থাগুলিকে লাভের যে পরিমাণে

Last Updated:

নতুন নির্দেশিকা অনুযায়ী, ডিজেল রফতানিকারী সংস্থাগুলিকে এখন প্রতি লিটারে ১৩.৫ টাকা এবং জেট ফুয়েলে প্রতি লিটারে ৯ টাকা উইন্ডফল ট্যাক্স দিতে হবে।


প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: তেল সংস্থাগুলির উপর ফের বাড়ল বোঝা। কারণ জ্বালানির উপর আবার উইন্ডফল ট্যাক্স (Windfall Tax) বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, ডিজেল রফতানিকারী সংস্থাগুলিকে এখন প্রতি লিটারে ১৩.৫ টাকা এবং জেট ফুয়েলে প্রতি লিটারে ৯ টাকা উইন্ডফল ট্যাক্স দিতে হবে।
অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ডিজেলের উপর উইন্ডফল ট্যাক্স ৭ টাকা থেকে বাড়িয়ে ১৩.৫ টাকা করা হয়েছে। একই ভাবে, জেট ফুয়েলের উপর উইন্ডফল ট্যাক্সও প্রতি লিটারে ২ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯ টাকা। এ-ছাড়া দেশীয় অপরিশোধিত তেল (Crude oil) রফতানিতেও উইন্ডফল ট্যাক্স আরোপ করেছে সরকার। এর জন্য কোম্পানিগুলোকে প্রতি টনে ১৩,৩০০টাকা দিতে হবে। নতুন নির্দেশিকায় টন প্রতি ৩০০ টাকা বাড়ানো হয়েছে। নতুন হার ১ সেপ্টেম্বর ২০২২ থেকে কার্যকর হয়েছে। এই পদক্ষেপ দেশীয় বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
কেন কর বাড়ানো হল?
advertisement
ওপেক (OPEC) এবং অন্যান্য সংস্থা জ্বালানির খরচ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তাদের উৎপাদন কমানোর কথা ঘোষণা করেছে। এর পরেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নিয়ে জল্পনা শুরু হয়। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশীয় অপরিশোধিত উৎপাদনকারী সংস্থাগুলির রফতানি রোধ করতে এবং ভারতীয় বাজারে দাম কম রাখতে কেন্দ্রীয় সরকার উইন্ডফল ট্যাক্স বাড়িয়ে দিয়েছে।
advertisement
২০২২-এর ১ জুলাই কেন্দ্র সরকার প্রথম বার উইন্ডফল ট্যাক্স আরোপ করেছিল। আর এর সঙ্গেই ভারত সেই সব দেশের তালিকায় যোগ দিল, যারা সরকারকে শক্তি সংস্থাগুলির আকস্মিক মুনাফার অংশ দেয়। তবে এর পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় সরকার করের হার হ্রাস করে।
advertisement
প্রথম বার কত কর আরোপ করা হয়েছিল?
গত ১ জুলাই সরকার পেট্রোল এবং এটিএফ অর্থাৎ বিমানের জ্বালানির উপর প্রতি লিটার (ব্যারেল প্রতি ১২ ডলার) রফতানি শুল্ক আরোপ করে। এ-ছাড়াও ডিজেলের উপর লিটার প্রতি ১৩ টাকা (ব্যারেল প্রতি ২৬ ডলার) উইন্ডফল ট্যাক্সও আরোপ করা হয়েছিল। ভারতে উৎপাদিত অপরিশোধিত তেল রফতানির উপর ২৩,২৫০ টাকা প্রতি টন (ব্যারেল প্রতি ৪০ ডলার) উইন্ডফল ট্যাক্স আরোপ করা হয়। এর পরে ২০ জুলাই কোম্পানিগুলিকে স্বস্তি দিয়ে কর কিছুটা হলেও কমেছিল। ২ অগাস্ট ফের কমানো হয় কর। এর পর ১৯ অগাস্ট সরকার ফের পর্যালোচনা বৈঠকে বসে এবং উইন্ডফল ট্যাক্স বৃদ্ধি করে।
advertisement
এই কর ধার্য করা হয় সেই সব কোম্পানির উপর, যারা হঠাৎ করে কোনও বিশেষ পরিস্থিতিতে বিপুল মুনাফা করে। সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপক ভাবে বেড়েছে। যার অর্থ দাঁড়াচ্ছে, যে ভারতীয় কোম্পানিগুলি এই তেল রফতানি করছে, তারা ব্যাপক লাভ করতে চলেছে। সরকারও এই মুনাফার একটি অংশ চায় এবং সেই কারণেই কিছু পণ্যের উপর উইন্ডফল ট্যাক্স আরোপ করা হয়েছিল। যাতে সরকার কোম্পানিগুলির লাভের কিছু অংশ পেতে পারে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জ্বালানিতে ফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র! সংস্থাগুলিকে লাভের যে পরিমাণে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement