PM Kisan: অ্যাকাউন্টে কবে আসবে টাকা ? চেক করে নিন নতুন লিস্ট, বাদ গিয়েছে অনেকেরই নাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এখন পর্যন্ত ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ১১তম কিস্তির টাকা পাঠানো হয়েছে ৷
#কলকাতা: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১২ তম কিস্তির টাকা কবে আসবে ? দেশের ১২ কোটি কৃষকদের মনে এখন এই একটাই প্রশ্ন ঘুরছে ৷ অগাস্ট-নভেম্বরের কিস্তির টাকা এখনও কৃষকদের অ্যাকাউন্টে আসেনি ৷ গত বছর অবশ্য ৯ অগাস্ট এই কিস্তির টাকা এসে গিয়েছিল ৷ কিন্তু এবার ১৯ সেপ্টেম্বর পেরিয়ে গিয়েছে, তবে এখনও আসেনি টাকা ৷ এবার সরকারের তরফে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে ফ্রড বা অবৈধ ভাবে যারা এই সুবিধা নিচ্ছে তাদের নাম কেটে দেওয়া হয়েছে লিস্ট থেকে ৷
কেন আটকে গিয়েছে কিস্তির টাকা ?
যোজনার নামে চলতে থাকা গড়মিল আটকাতে পিএম কিষানের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ এখনও পিএম কিষানের পোর্টালে গিয়ে ই-কেওয়াইসি করাতে পারবেন ৷ এর পাশাপাশি রাজ্য সরকার এবং গ্রামের সুবিধাভোগীদের ফিজিক্যাল ভেরিফিকেশনও করা হচ্ছে ৷ তবে সব কিছুর আগে অবশ্যই চেক করে নিন পিএম কিষানের সুবিধাভোগীদের নতুন লিস্টে আপনার নাম রয়েছে তো ?
advertisement
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা ট্রান্সফার করা হয়ে থাকে ৷ এখন পর্যন্ত ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ১১তম কিস্তির টাকা পাঠানো হয়েছে ৷
advertisement
চেক করে নিন আপনার টাকার স্টেটাস -
advertisement
advertisement
টোল ফ্রি নম্বরে কল করতে পারবেন
এছাড়া আবেদনের স্থিতি জানার পর আপনি টোল ফ্রি নম্বরে 155261 কল করতে পারবেন ৷ এখানে আপনার কিস্তির টাকার সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন ৷
advertisement
কারা পাবেন না ১২ তম কিস্তির টাকা
কৃষকদের নিজেদের নামে জমি না থাকলে যোজনার কিস্তির টাকা পাবেন না ৷ এছাড়া ডক্টর, ইঞ্জিনিয়র, সিএ, উকিলরা এই যোজনার সুবিধা পাবেন না ৷ রাজ্য বা কেন্দ্র সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন না ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2022 1:27 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: অ্যাকাউন্টে কবে আসবে টাকা ? চেক করে নিন নতুন লিস্ট, বাদ গিয়েছে অনেকেরই নাম