PM Kisan: অ্যাকাউন্টে কবে আসবে টাকা ? চেক করে নিন নতুন লিস্ট, বাদ গিয়েছে অনেকেরই নাম

Last Updated:

এখন পর্যন্ত ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ১১তম কিস্তির টাকা পাঠানো হয়েছে ৷

#কলকাতা: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১২ তম কিস্তির টাকা কবে আসবে ? দেশের ১২ কোটি কৃষকদের মনে এখন এই একটাই প্রশ্ন ঘুরছে ৷ অগাস্ট-নভেম্বরের কিস্তির টাকা এখনও কৃষকদের অ্যাকাউন্টে আসেনি ৷ গত বছর অবশ্য ৯ অগাস্ট এই কিস্তির টাকা এসে গিয়েছিল ৷ কিন্তু এবার ১৯ সেপ্টেম্বর পেরিয়ে গিয়েছে, তবে এখনও আসেনি টাকা ৷ এবার সরকারের তরফে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে ফ্রড বা অবৈধ ভাবে যারা এই সুবিধা নিচ্ছে তাদের নাম কেটে দেওয়া হয়েছে লিস্ট থেকে ৷
কেন আটকে গিয়েছে কিস্তির টাকা ?
যোজনার নামে চলতে থাকা গড়মিল আটকাতে পিএম কিষানের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ এখনও পিএম কিষানের পোর্টালে গিয়ে ই-কেওয়াইসি করাতে পারবেন ৷ এর পাশাপাশি রাজ্য সরকার এবং গ্রামের সুবিধাভোগীদের ফিজিক্যাল ভেরিফিকেশনও করা হচ্ছে ৷ তবে সব কিছুর আগে অবশ্যই চেক করে নিন পিএম কিষানের সুবিধাভোগীদের নতুন লিস্টে আপনার নাম রয়েছে তো ?
advertisement
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা ট্রান্সফার করা হয়ে থাকে ৷ এখন পর্যন্ত ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ১১তম কিস্তির টাকা পাঠানো হয়েছে ৷
advertisement
চেক করে নিন আপনার টাকার স্টেটাস -
advertisement
  • সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে ৷
  • এরপর ডান দিকের 'Farmers Corner' এ গিয়ে ‘Beneficiary Status' অপশনে ক্লিক করতে হবে
  • এরপর আপনাকে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যে কোনও একটি অপশন সিলেক্ট করতে হবে
  • এই দুটি নম্বরের মাধ্যমে চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে ? না আসবে না ?
  • advertisement
  • আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে কোনও একটি নম্বর এন্টার করে 'Get Data'-তে ক্লিক করতে হবে ৷
  • ক্লিক করতেই সমস্ত ট্রানজাকশনের ডিটেল পেয়ে যাবেন ৷
  • টোল ফ্রি নম্বরে কল করতে পারবেন
    এছাড়া আবেদনের স্থিতি জানার পর আপনি টোল ফ্রি নম্বরে 155261 কল করতে পারবেন ৷ এখানে আপনার কিস্তির টাকার সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন ৷
    advertisement
    কারা পাবেন না ১২ তম কিস্তির টাকা
    কৃষকদের নিজেদের নামে জমি না থাকলে যোজনার কিস্তির টাকা পাবেন না ৷ এছাড়া ডক্টর, ইঞ্জিনিয়র, সিএ, উকিলরা এই যোজনার সুবিধা পাবেন না ৷ রাজ্য বা কেন্দ্র সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন না ৷
    Click here to add News18 as your preferred news source on Google.
    ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
    view comments
    বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
    PM Kisan: অ্যাকাউন্টে কবে আসবে টাকা ? চেক করে নিন নতুন লিস্ট, বাদ গিয়েছে অনেকেরই নাম
    Next Article
    advertisement
    Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
    ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
    • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

    • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

    • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

    VIEW MORE
    advertisement
    advertisement