West Medinipur News: দেশবিদেশের ৬০০-এরও বেশি প্রজাতির আম! ঘুরে দেখুন এই গাছের নার্সারি

Last Updated:

West Medinipur News: স্বাভাবিকভাবে জেলার অন্য কোথাও এত বড় নার্সারি হয়তো খুঁজে পাওয়া মুশকিল। তবে পছন্দের মতো আমগাছ কিনতে চাইলে ঘুরে দেখতে পারেন এই নার্সারি। অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি করে বিকল্প আয়ের দিশা দেখাচ্ছেন এই ব্যক্তি।

+
আম

আম গাছের নার্সারি

পশ্চিম মেদিনীপুর: আপনি কি আপনার ছাদ বাগান কিংবা বাড়ির বাগানে নিত্য নতুন আম গাছের চারা লাগাতে চান? বাগান জুড়ে দেশি ও বিদেশি প্রজাতির আম গাছের চারা লাগানো আপনার শখ? তবে বেশ কয়েক বছর ধরে দেশি ও বিদেশি মিলে প্রায় ৬০০-এরও বেশি প্রজাতির আম গাছে চারা তৈরি করছেন এক ব্যক্তি। বেশ কয়েকটি নার্সারি জুড়ে প্রায় ২৮টি দেশের আম গাছের চারা রয়েছে তাঁর সংগ্রহে। শুধু তাই নয়, ৭ হাজারটি মাদার গাছ রয়েছে নার্সারিতে এবং তার থেকে তিনি বানিয়ে দিচ্ছেন চারা গাছও।
অনলাইন এবং অফলাইনে সারা বছর ধরে বিক্রি হচ্ছে আমের চারা। প্রান্তিক গ্রামীণ এলাকায় থেকে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় তার এই আম গাছে চারা বিক্রি করছেন। দেশীয় প্রজাতির মধ্যে অম্বিকা, অরুণিকা, রত্না পুষাসুরিয়া, কেন্দ্র সরকারের কৃষি গবেষণা কেন্দ্র থেকে উৎপাদিত বিশেষ প্রজাতি অর্কের বিভিন্ন ধরনের আম গাছের চারা রয়েছে তাঁর কাছে। বিদেশি প্রজাতির মধ্যে মিয়াজাকি, কিং অব চাকাপাদ, কিউট আই, রেড আইভরি-সহ একাধিক আম গাছের চারা রয়েছে নার্সারিতে। পার্শ্ববর্তী এলাকায় একাধিক নার্সারি রয়েছে তাঁর।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার গণপাদা এলাকায় রয়েছে প্রায় ৭ হাজারটি মাদার গাছ সমৃদ্ধ নার্সারি। পারিবারিক পুরনো ব্যবসা হলেও করোনা এবং লকডাউনের সময় থেকেই দুই ছেলের সহযোগিতা নিয়ে অমরেন্দ্র দাস তৈরি করেছেন এই আম্রকুঞ্জ নামক আম গাছের নার্সারি। যেখানে দেশীয় একাধিক প্রজাতির আম গাছের পাশাপাশি মিশর, পাকিস্তান, ইজরায়েল, অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশের বেশ কয়েক শত প্রজাতির আম গাছের চারা রয়েছে তাদের কাছে। মানুষের পছন্দ মতো বিক্রিও হচ্ছে আম গাছের চারা। দাম রয়েছে পঞ্চাশ টাকা থেকে দেড়শ টাকা পর্যন্ত কিংবা সর্বোচ্চ দেড় হাজার থেকে দুই হাজার টাকা।
advertisement
স্বাভাবিকভাবে জেলার অন্য কোথাও এত বড় নার্সারি হয়তো খুঁজে পাওয়া মুশকিল। তবে পছন্দের মতো আমগাছ কিনতে চাইলে ঘুরে দেখতে পারেন এই নার্সারি। অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি করে বিকল্প আয়ের দিশা দেখাচ্ছেন এই ব্যক্তি।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Medinipur News: দেশবিদেশের ৬০০-এরও বেশি প্রজাতির আম! ঘুরে দেখুন এই গাছের নার্সারি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement