গ্রাহকদের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকটাই কমলো এই গাড়ির দাম!

Last Updated:

চলতি বছরের শুরুতে মাহিন্দ্রা কোম্পানি XUV700 গাড়ির ভ্যারিয়েন্টগুলোর ফিচারেও কিছু পরিবর্তন এনেছে।

#কলকাতা: ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি মাহিন্দ্রা (Mahindra) তাদের সবচেয়ে জনপ্রিয় গাড়ি SUV XUV700-এর দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। সংবাদমাধ্যম লাইভ মিন্টের একটি প্রতিবেদন অনুযায়ী, মাহিন্দ্রা XUV700 এসইউভি গাড়ির কয়েকটি ভ্যারিয়েন্টের দাম ৬,০০০ টাকা পর্যন্ত কমিয়েছে। XUV 700 গাড়ির মোট ২টি ভ্যারিয়েন্ট রয়েছে। একটি হল ২.০-লিটার mStallion টার্বো-পেট্রোল ইঞ্জিন এবং অন্যটি হল ২.২-লিটার mHawk ডিজেল ইঞ্জিন। এই গাড়িগুলোতে একটি ৬-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্সের সুবিধা পাওয়া যায়।
পেট্রোল ইঞ্জিনযুক্ত AX5 5S MT, AX5 7S MT, AX7 MT, AX5 5S AT এবং AX7 AT ভ্যারিয়েন্টগুলির দাম কমানো হয়েছে। অন্য দিকে, ডিজেল চালিত ইঞ্জিনযুক্ত AX5 5S MT, AX5 7S MT, AX7 7S MT, AX5 5S AT, AX5 7S AT, AX7 AT এবং AX7 AWD AT ভ্যারিয়েন্টের দাম কম করা হয়েছে।
advertisement
advertisement
কয়েকটি ফিচার কমানো হয়েছে
চলতি বছরের শুরুতে মাহিন্দ্রা কোম্পানি XUV700 গাড়ির ভ্যারিয়েন্টগুলোর ফিচারেও কিছু পরিবর্তন এনেছে। AX3 মডেলে একটি রিয়ার ওয়াইপার এবং ডিফগার সরিয়ে দেওয়া হয়েছে। AX3 ভ্যারিয়েন্টের দরজা এবং বুট-লিডের জন্য সিলেকটিভ আনলক ফাংশনও সরিয়ে দেওয়া হয়েছে। AX5 এবং AX7 ভ্যারিয়েন্টে আর LED সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটর পাওয়া যাবে না। কোম্পানি স্টপ অ্যান্ড গো ফাংশনের সঙ্গে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলও সরিয়ে দিয়েছে। অন্য দিকে, SUV AX7 এবং AX7L ভ্যারিয়েন্টগুলিতে ক্রুজ কন্ট্রোল এবং LED সিকোয়েন্সিয়াল টার্ন ইন্ডিকেটর পাওয়া যাবে।
advertisement
SUV মডেলগুলিতে যুক্ত করা হয়েছে নতুন ফিচার
মাহিন্দ্রা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে কোম্পানি ৫ সেপ্টেম্বর থেকে XUV700-এর জন্য Apple CarPlay চালু করা শুরু করেছে। মাহিন্দ্রা XUV700 গত বছরের অগাস্ট মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল। বাজারে আনার প্রায় প্রায় এক বছর পরে এর সঙ্গে Apple CarPlay যুক্ত করা হচ্ছে। এছাড়া, এই গাড়িগুলোতে নতুন কিছু ফিচার আপডেট করা হতে পারে বলেও খবর!
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকটাই কমলো এই গাড়ির দাম!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement