LPG Price Today: উৎসবের মরশুমের আগে মধ্যবিত্তের জন্য বড় খবর! কলকাতায় সস্তা রান্নার গ্যাসের দাম
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
LPG Price Today: সিলিন্ডার প্রতি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সস্তা হয়েছে ৷
#কলকাতা: মধ্যবিত্তের জন্য অত্যন্ত বড় খবর কেননা রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০০ টাকা কমল ৷ ইন্ডিয়ান অয়েল সূত্রে জানতে পারা গিয়েছে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ১,৯৯৫.৫০ টাকা হয়েছে ৷ অর্থাৎ সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমেছে ৷ নতুন দাম কার্যকর হচ্ছে ১ সেপ্টেম্বর ২০২২ থেকেই ৷ অন্যদিকে জানতে পারা গিয়েছে ১৪.২ কেজি ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের (ভর্তুকিহীন) দাম থাকছে অপরিবর্তিত ৷ যার দাম বর্তমানে সিলিন্ডার প্রতি ১,০৭৯ টাকা ৷
সাধারণ প্রতি মাসের প্রথম দিন অর্থাৎ মাস পয়লাতে রান্নার গ্যাসের দাম পরিবর্তিত হয়ে থাকে ৷ অনেক সময়ে ব্যতিক্রম চিত্রও দেখতে পাওয়া যায় ৷ একনজরে দেখে নেওয়া যাক দেশের বড় বড় শহর যেমন দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ৷
রাজধানী দিল্লিতে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি (১৪.২ কেজি) দাম ১,০৫৩ এখানে গত মাসে অর্থাৎ ৩১ জুলাইয়ে সিলিন্ডার প্রতি দাম ৪৮ টাকা কমেছিল ৷ কলকাতায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১,০৭৯ টাকা ৷ দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১,০৫২.৫০ টাকা ও চেন্নাইয়ে রান্নার গ্যাসের দাম ১,০৬৮.৫০ টাকা ৷
advertisement
advertisement
আরও পড়ুন: বেতন থেকে কেটে নেওয়া PF থেকেও কোটিপতি হওয়া সম্ভব? জেনে নিন
অক্টোবরের শুরুতেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তার আগে সেপ্টেম্বরের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম হ্রাস অনেকটাই স্বস্তি দিতে পারে বলে বলে মনে করা হচ্ছে কেননা এই একমাস ধরেই সাধারণ মানুষ নানান ধরনের অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকবেন ৷ যেমন জামা কাপড় থেকে নানান রকমের জিনিসপত্র কেনাকাটায়, তাতে বাড়ির বাইরে কেনাকাটা করতে বেরতে হবে, সেই ক্ষেত্রে বাইরে খাওয়া দাওয়ার একটি বিষয় থেকেই যায় ৷ বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার দাম কমাতে আপাতত বাইরে খাওয়া দাওয়া করতে গেলে বাড়তি টাকা গুণতে হবেনা আম আদমিকে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 11:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Price Today: উৎসবের মরশুমের আগে মধ্যবিত্তের জন্য বড় খবর! কলকাতায় সস্তা রান্নার গ্যাসের দাম