Low Investment Business Ideas: খরচ কম, লাভ বেশি! নামমাত্র বিনিয়োগেই বাড়িতেই শুরু করুন ব্যবসা, বিক্রি ২১ দিনে! প্রতি মাসে আয় হবে লাখ লাখ টাকা

Last Updated:

Low-Cost Business Ideas With High Profit: পায়রা পালন শুধু শখের বিষয় নয়, আজ এটি লাভজনক ব্যবসার পথও খুলে দিয়েছে। কম খরচে ঘর তৈরি, সহজ খাবার ও সামান্য যত্নেই পায়রা পালন করে আয় করা যায়। বেকারদের জন্য স্বাবলম্বী হওয়ার গুরুত্বপূর্ণ উপায় হয়ে উঠছে এটি।

+
নতুন

নতুন ব্যবসার আইডিয়া

জয়নগর, সুমন সাহা: অনেকেই শখের বশে পায়রা পালন করেন। এছাড়া আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবেও পাখি পালন করছেন কেউ কেউ। বিশেষ করে বেকারত্ব দূর করতে পায়রা পালন ব্যাপক ভূমিকা রয়েছে। পায়রা পালন করতে বেশি জায়গারও প্রয়োজন হয় না। অন্যদিকে কম খরচে অল্প সময়ে বাচ্চা পাওয়া যায়, বাজারে দামও বেশি। তাই খুব সহজেই পায়রা পালন করে আয় করা সম্ভব। এক টাকা দু টাকা না এটি একটি পায়রার জোড়া প্রায় ৩০ হাজার টাকা। আর এমনই পায়রা চাষ করে তাগ লাগিয়ে দিয়েছেন দক্ষিণ বারাসাতের এই যুবক।
লাভজনক এই পায়রা পালনের জন্য কোন বাড়তি জ্ঞান ও শিক্ষার প্রয়োজনও হয় না। শুধু সামান্য নজরদারি আর সতর্ক হলেই পায়রা পালন করে বেকারত্ব দূর করা যায়। পায়রা প্রতি মাসে দুটি করে বাচ্চা দেয়। বাচ্চার বয়স ২১ দিন হলেই বিক্রির উপযোগী হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো অন্যান্য পাখির মতো পায়রা খাদ্যের অপচয় বেশি করে না। বরং বলা যায় অপচয়রোধী পাখি পায়রা।
advertisement
আরও পড়ুন: দিনেদুপুরে ব্যাঙ্কের মধ্যে ছিনতাইয়ের চেষ্টা! গ্রাহকদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়লেন ছিনতাইবাজ
পায়রার বিভিন্ন জাত রয়েছে। বলা হয় পৃথিবীতে ৬০০ জাতের পায়রা রয়েছে। আমাদের দেশে শখের বশে সিরাজী, ময়ুরপঙ্খী, লাহোরি, ফ্যানটেইল, জেকোভিন, মুখি, গিরিবাজ, টাম্পলার, লোটন প্রভৃতি পায়রা বেশি পালন করা হয়।
advertisement
পায়রার জন্য কীভাবে ঘর তৈরি করবেন তা জেনে নিন। সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে ক্ষতিকর প্রাণী পায়রাকে খেয়ে ফেলতে না পারে সে জন্য প্রয়োজন উঁচু ও শক্ত ঘর তৈরি করতে হবে। হালকা কাঠ, বাঁশ ও বাঁশের চাটাই, পলিথিন, খড় এই সমস্ত জিনিস ব্যবহার করে পায়রার ঘর বানানো উচিত। কী খাওয়াবেন পায়রা সাধারণত ভুট্টা, ধান, চাল, করাই, মটর, সরিষা, গম এই ধরনের খাবার খাওয়াবেন।
advertisement
আরও পড়ুন: বেহাল রাস্তায় পিছলে পড়ছে বাইক থেকে মানুষ! ভুলেও জয়নগরের ‘এই’ পথ মাড়াবেন না
পায়রার কোন রোগ হলে কী  করবেন? পায়রার খুব বেশি রোগের প্রকোপ দেখা যায় না। তবে যেসব রোগ হয় সেগুলোর মধ্যে বসন্ত, কলেরা, রক্ত আমাশয় রোগ দেখা দিলে আক্রান্ত পায়রার গুটিতে টিংচার আয়োডিন বা স্যাভলন লাগানো যেতে পারে। এই ভাবে পায়রার যত্ন নিলে এটি পালন করে  অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Low Investment Business Ideas: খরচ কম, লাভ বেশি! নামমাত্র বিনিয়োগেই বাড়িতেই শুরু করুন ব্যবসা, বিক্রি ২১ দিনে! প্রতি মাসে আয় হবে লাখ লাখ টাকা
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement