Tax Saving: দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর বাঁচাতে চান? এই বন্ডগুলোতে বিনিয়োগ করুন, ভাল রিটার্নও মিলবে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Tax Saving: বিনিয়োগকারী শুধু এলটিসিজিটি বাঁচাতে পারবেন তাই নয়, উচ্চ সুদের হারে ভাল রিটার্নও মিলবে।
#কলকাতা: কিছুদিনের মধ্যে সম্পত্তি বিক্রি করা হয়েছে? তাহলে তো মূলধনী লাভ কর দিতেই হবে সরকারকে। তবে এই কর বাঁচানোর একটা উপায় আছে। সেটা হল, পাবলিক সেক্টর আন্ডারটেকিং দ্বারা জারি করা বন্ডে বিনিয়োগ করা। এই বন্ডে বিনিয়োগ করলে বিনিয়োগকারী শুধু এলটিসিজিটি বাঁচাতে পারবেন তাই নয়, উচ্চ সুদের হারে ভাল রিটার্নও মিলবে (Tax Saving)।
বিনিয়োগকারী যদি ২ বছরের জন্য নিজের কাছে কোনও সম্পত্তি রাখেন এবং তারপর বিক্রি করে দেন তাহলে বিক্রয় থেকে পাওয়া লাভের উপর ট্যাক্স দিতে হয়। এ ক্ষেত্রে করের হার ২০ শতাংশ। তাই এলটিসিজিটি থেকে বাঁচতে সম্পদ বিক্রির ৬ মাসের মধ্যে এই বন্ডগুলিতে বিনিয়োগ করা উচিত।
advertisement
advertisement
সুবিধা: সম্পত্তি বিক্রি করে পাওয়া লাভ গ্রামীণ বিদ্যুতায়ণ কর্পোরেশনের মতো পাবলিক সেক্টর আন্ডারটেকিংস দ্বারা জারি করা বন্ডগুলিতে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর বাঁচানো যায়। আয়কর আইনের ৫৪ ইসি ধারার অধীনে দেশের কোনও নাগরিক তার আবাসিক সম্পত্তি বিক্রির মাধ্যমে সংগ্রহ করা তাদের দীর্ঘমেয়াদী মূলধন লাভের ওপর একটি ছাড় পেতে সক্ষম হবে। উল্লেখ্য, ১ এপ্রিল ২০২২ থেকে নতুন বন্ড ইস্যু করা শুরু করেছে গ্রামীণ বিদ্যুতায়ন কর্পোরেশন। এই বন্ডগুলো সরকার সমর্থিত, তাই সম্পূর্ণ নিরাপদ। মেয়াদ শেষের পর বন্ড থেকে প্রাপ্ত টাকাও করমুক্ত। তাই কর সাশ্রয়ের জন্য একজন করদাতাকে অন্য কোথাও বিনিয়োগ করার প্রয়োজন নেই।
advertisement
গণনা: ধরা যাক, বিনিয়োগকারী ৩৫ লাখ টাকায় একটি সম্পত্তি কিনেছিলেন। ৩ বছর পর ৬০ লাখ টাকায় সেটা বিক্রি করেছেন। এখানে মূলধনী লাভ দাঁড়াল ২৫ লাখ টাকা। এখন বিনিয়োগকারী লাভের টাকা ৬ মাস পর্যন্ত নিজের কাছে রাখতে পারেন, কোনও মূলধনী লাভ দিতে হবে না। এর মধ্যে বিনিয়োগকারীকে হয় অন্য সম্পত্তি কিনতে হবে, নয়ত ২০ শতাংশ হারে মূলধনী লাভ কর দিতে হবে। এখন বিনিয়োগকারী যদি ওই টাকায় সম্পত্তি কিনতে না চান তাহলে গ্রামীণ বিদ্যুতায়ণ কর্পোরেশনের বন্ড কিনে কর বাঁচাতে পারেন।
advertisement
এতে বিনিয়োগকারী তিনটি সুবিধা পাবেন। প্রথমত, ২০ শতাংশ হারে দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর দিতে হবে না। দ্বিতীয়ত, বার্ষিক ৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। এবং তৃতীয়ত, সরকারি গ্যারান্টির কারণে বিনিয়োগ ডুবে যাওয়ার ঝুঁকি থাকবে না। প্রসঙ্গত, একজন বিনিয়োগকারী এক অর্থবর্ষে এই বন্ডগুলিতে ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2022 12:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tax Saving: দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর বাঁচাতে চান? এই বন্ডগুলোতে বিনিয়োগ করুন, ভাল রিটার্নও মিলবে