Bank Interest Rate: মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি সুদ দিচ্ছে এই ৪ ব্যাঙ্ক, দেখে নিন তালিকা!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Bank Interest Rate: এই পরিস্থিতিতেও নিরাপদ এবং সাশ্রয়ী বিনিয়োগের দিকে আরও বেশি করে মনোযোগ দেওয়া উচিত। বিশেষ করে বয়স্কদের জন্য।
#নয়াদিল্লি: বিশ্ব জুড়েই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মুদ্রাস্ফীতি। দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর মুদ্রানীতি ঘোষণা করছে শীর্ষ ব্যাঙ্কগুলো। বৃদ্ধি পেয়েছে মূল সুদের হার। কিন্তু তারপরেও মুদ্রাস্ফীতিকে কাবু করা যাচ্ছে না। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই পরিস্থিতিতেও নিরাপদ এবং সাশ্রয়ী বিনিয়োগের দিকে আরও বেশি করে মনোযোগ দেওয়া উচিত। বিশেষ করে বয়স্কদের জন্য।
অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের মতো গত সপ্তাহেই রেপো রেট বাড়িয়েছে আরবিআই। ফলে সুদের হার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতেও ফিক্সড ডিপোজিটে চোখ ধাঁধানো সুদ দিচ্ছে ৪ বেসরকারি ব্যাঙ্ক। যা মূল্যস্ফীতির হারের চেয়েও বেশি। মার্চ মাসে মূল্যস্ফীতির হার ৬.৯৫ শতাংশ। সেখানে এই চারটি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ২ কোটি টাকার কম এফডি-তে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে।
advertisement
advertisement
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: প্রবীণ নাগরিকদের জন্য ২ বছর থেকে শুরু করে ৫ বছর ১ মাসের এফডি-তে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। ৫ বছর মেয়াদের ট্যাক্স সেভিংস স্কিমেও ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, এফডি-র আয় থেকে আয়কর আইনের ৮০সি ধারায় ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়।
advertisement
এই ব্যাঙ্কে ১ বছর থেকে ২ বছরের কম এবং ৬১ মাস বা তার বেশি মেয়াদের এফডিতে ৬.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। ২৭০ দিন থেকে ৩৬৪ দিন পর্যন্ত মেয়াদে সুদ মিলছে ৬ শতাংশ হারে।
ইয়েস ব্যাঙ্ক: প্রবীণ নাগরিকদের জন্য ৩ বছর থেকে শুরু করে ১০ বছর বা তার কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে ইয়েস ব্যাঙ্ক। ১৮ মাসের কম এবং ১৮ মাস থেকে ৩ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে সুদের হার যথাক্রমে ৬.৪০ শতাংশ এবং ৬.৬৬ শতাংশ। স্বল্প সময়ের জন্য, ইয়েস ব্যাঙ্কের সুদের হার বয়স্কদের জন্য ৩.৭৫ শতাংশ থেকে শুরু করে ৫.৫৮ শতাংশ পর্যন্ত। উল্লেখ্য, ইয়েস ব্যাঙ্কে ন্যূনতম ১০০০০ টাকার এফডি করতে হয়।
advertisement
আরবিএল ব্যাঙ্ক: ২৪ থেকে ৩৬ মাস মেয়াদে ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ৭ শতাংশ সুদ দিচ্ছে আরবিএল ব্যাঙ্ক। ৩৬ থেকে ৬০ মাস মেয়াদে এই সুদের হার ৬.৮০ শতাংশ। ৬ বছর মেয়াদে ট্যাক্স সেভিংস স্কিমেও একই হারে সুদ পাওয়া যাচ্ছে। ১ বছর থেকে ২ বছর মেয়াদের এফডি-তে সুদের হার ৬.৭৫ শতাংশ।
advertisement
বন্ধন ব্যাঙ্ক: ২ বছর থেকে ৫ বছরের কম মেয়াদে ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক। এক বছর এবং তার কম মেয়াদে এই সুদের হার ৬.৫ শতাংশ। ৫ বছরের বেশি থেকে ১০ বছর মেয়াদী এফডি-তে ৬.৩৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2022 11:07 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Interest Rate: মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি সুদ দিচ্ছে এই ৪ ব্যাঙ্ক, দেখে নিন তালিকা!