ফিক্সড ডিপোজিটে প্রায় ৯% হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি; এক ঝলকে দেখে নিন তালিকা!

Last Updated:

দেখে নেওয়া যাক প্রবীণ নাগরিকদের জন্য কোন কোন ব্যাঙ্ক এই হারে সুদ দিচ্ছে।

কলকাতা: ফিক্সড ডিপোজিট বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। আর প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের জন্য তা সবথেকে পছন্দেরও বটে। কারণ চাকরি কিংবা ব্যবসা করে রোজগার করা সম্বল তাঁরা একটা নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চান। যেখান থেকে ভাল পরিমাণ রিটার্ন আসে। প্রবীণ নাগরিকদের জন্য কয়েকটি স্মল ফিনান্স ব্যাঙ্ক কিংবা ছোট এবং বেসরকারি কিছু ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের এফডি-তে ৩ বছরের ৯.১ শতাংশ হারে সুদ প্রদান করে। দেখে নেওয়া যাক প্রবীণ নাগরিকদের জন্য কোন কোন ব্যাঙ্ক এই হারে সুদ দিচ্ছে।
সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক:
প্রবীণ নাগরিকদের জন্য তিন বছরের এফডি-তে ৯.১ শতাংশ হারে সুদ প্রদান করে। সমস্ত স্মল ফিনান্স ব্যাঙ্কের মধ্যে এই ব্যাঙ্কটিই সেরা সুদের হার দিয়ে থাকে। ১ লক্ষ টাকা তিন বছরের জন্য বিনিয়োগ করা হলে বিনিয়োগকারীরা ১.৩১ লক্ষ টাকা পাবেন।
advertisement
উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক:
তিন বছরের এফডি-তে প্রবীণ নাগরিকদের জন্য ৮.৮৫ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে তিন বছরের মেয়াদ শেষে বিনিয়োগকারীরা ১.৩০ লক্ষ টাকা পাবেন।
advertisement
ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক:
প্রবীণ নাগরিকদের জন্য ৩ বছরের এফডি-তে ৮.৬০ শতাংশ হারে সুদ প্রদান করে ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক। যার অর্থ হল, ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে মেয়াদপূর্তিতে ১.২৯ লক্ষ টাকা পাবেন বিনিয়োগকারী।
advertisement
ডিসিবি ব্যাঙ্ক:
প্রবীণ নাগরিকদের জন্য ৩ বছরের এফডি-তে ৮.৫০ শতাংশ হারে সুদ প্রদান করে ডিসিবি ব্যাঙ্ক। প্রাইভেট-সেক্টর ব্যাঙ্কের মধ্যে এই ব্যাঙ্কই সেরা সুদের হার প্রদান করে। ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে মেয়াদপূর্তিতে ১.২৯ লক্ষ টাকা পাবেন বিনিয়োগকারী।
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক:
সিনিয়র সিটিজেনদের জন্য তিন বছরের এফডি-র উপর ৮ শতাংশ সুদের হার প্রদান করে এই ব্যাঙ্ক। ফলে ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে মেয়াদপূর্তিতে ১.২৭ লক্ষ টাকা পাবেন বিনিয়োগকারী।
advertisement
এসবিএম ব্যাঙ্ক:
সিনিয়র সিটিজেনদের জন্য তিন বছরের এফডি-র উপর ৭.৮ শতাংশ সুদের হার প্রদান করে এই ব্যাঙ্ক। ফলে ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে মেয়াদপূর্তিতে ১.২৬ লক্ষ টাকা পাবেন বিনিয়োগকারী।
advertisement
ব্যাঙ্ক অফ বরোদা:
সিনিয়র সিটিজেনদের জন্য তিন বছরের এফডি-র উপর ৭.৫৫ শতাংশ সুদের হার প্রদান করে এই ব্যাঙ্ক। পাবলিক-সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে ব্যাঙ্ক অফ বরোদাই সেরা সুদের হার প্রদান করে। ফলে ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে মেয়াদপূর্তিতে ১.২৫ লক্ষ টাকা পাবেন বিনিয়োগকারী।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক:
সিনিয়র সিটিজেনদের জন্য তিন বছরের এফডি-র উপর ৭.৫ শতাংশ সুদের হার প্রদান করে এই ব্যাঙ্ক। ফলে ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে মেয়াদপূর্তিতে ১.২৫ লক্ষ টাকা পাবেন বিনিয়োগকারী।
advertisement
কানাড়া ব্যাঙ্ক:
সিনিয়র সিটিজেনদের জন্য তিন বছরের এফডি-র উপর ৭.৩ শতাংশ সুদের হার প্রদান করে এই ব্যাঙ্ক। ফলে ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে মেয়াদপূর্তিতে ১.২৪ লক্ষ টাকা পাবেন বিনিয়োগকারী।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফিক্সড ডিপোজিটে প্রায় ৯% হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি; এক ঝলকে দেখে নিন তালিকা!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement