NEFT এবং RTGS-এ টাকা পাঠাতে কত সময় লাগে? কোনটা বেশি নিরাপদ দেখে নিন!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এনইএফটি এবং আরটিজিএস-এর মধ্যে সুবিধাজনক কোনটা?
কলকাতা: একটা সময় টাকা পাঠানোর জন্য ব্যাঙ্কে হত্যে দিতে হত। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হত লাইনে। অন্য কোনও উপায় ছিল না। এখন সেই কাজটাই যে কোনও জায়গা থেকে যে কোনও সময়ে চুটকিতে করা যায়।
বর্তমানে দেশে একাধিক পেমেন্ট সিস্টেম চালু হয়েছে। টাকা পাঠানো এখন বাঁ হাতের খেলা। সবচেয়ে জনপ্রিয় এবং সুবিধাজনক দুটি পদ্ধতি হল – ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (এনইএফটি) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)।
এখন প্রশ্ন উঠতে পারে, এনইএফটি এবং আরটিজিএস-এর মধ্যে সুবিধাজনক কোনটা? এনইএফটি-তে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে আধ ঘণ্টা মতো সময় লাগে। অন্য দিকে, আরটিজিএস-এ টাকা পৌঁছয় নিমেষের মধ্যে। তাই দ্রুত টাকা পাঠাতে চাইলে আরটিজিএস-ই ভাল বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটা সম্পূর্ণ নিরাপদ।
advertisement
advertisement
আরও পড়ুন: কৃষকদের জন্য দারুন সুখবর! ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা ?
এনইএফটি কী: এনইএফটি-র মাধ্যমে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা পাঠানো যায়। তবে লেনদেনে সময় বেশি লাগে। অনেক সময় দেখা গিয়েছে, এনইএফটি-তে টাকা পৌঁছতে প্রায় ২ ঘণ্টা লেগে গিয়েছে। তবে চিন্তার কিছু নেই। এনইএফটি এর বেশি সময় নেয় না। কোনও কারণে ২ ঘণ্টাতেও যদি প্রাপকের কাছে টাকা না পৌঁছয় তাহলে ব্যাঙ্ককে সেই টাকা ফেরত দিতে হবে। এমনই নিয়ম করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
advertisement
আরটিজিএস কী: আরটিজিএস-ও পেমেন্ট মোড। তবে মোটা টাকা লেনদেনের জন্য এই পেমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়। অবিলম্বে টাকা পাঠাতে হবে, অর্থাৎ জরুরি পরিস্থিতিতে টাকা পাঠানোর ক্ষেত্রে আরটিজিএস আদর্শ।
সোজা কথায় আরটিজিএস হল রিয়েল টাইম লেনদেন। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, কোনও কারণে যদি আধ ঘণ্টার মধ্যে প্রাপকের অ্যাকাউন্টে টাকা না পৌঁছয় তাহলে ব্যাঙ্ককে প্রেরকের অ্যাকাউন্টে সেই টাকা ফেরত দিতে হবে।
advertisement
আরটিজিএস-এর মাধ্যমে কমপক্ষে ২ লাখ টাকা পাঠাতে হয়। সর্বোচ্চ ৫ লাখ। ২ লাখ টাকার জন্য গড়ে ৩০ টাকা এবং ৫ লাখ টাকার জন্য ৫৫ টাকা চার্জ নেয় ব্যাঙ্ক। তবে শুধু প্রেরককেই এই ফি দিতে হয়। এটাও সম্পূর্ণ নিরাপদ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2023 7:10 PM IST