নগদের অভাব মানুষের, জীবনবিমার প্রিমিয়াম জমার সময়সীমা বাড়ানোর প্রস্তাব

Last Updated:

দেশের মানুষের কাছে এখন নগদ টাকার অভাব ৷ এই অবস্থায় জীবন বিমার প্রিমিয়াম জমা দেবেন কীভাবে ?

#কলকাতা: দেশের মানুষের কাছে এখন নগদ টাকার অভাব ৷ এই অবস্থায় জীবন বিমার প্রিমিয়াম জমা দেবেন কীভাবে ? বিষয়টি বিমাকারি প্রত্যেককেই যথেষ্ট চিন্তায় ফেলেছে ৷ এবার তাই গ্রাহকদের সুবিধার কথা ভেবেই দেশের জীবন বিমা সংস্থাগুলিকে প্রিমিয়াম জমা দেওয়ার দিন আরও ৩০ দিন বাড়ানোর অনুরোধ জানাল ইনসিওরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDA ) ৷
যে সমস্ত বিমাকারির প্রিমিয়াম জমা দেওয়ার সময় ৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর মধ্যে ৷ তারাই সবচেয়ে বেশি সমস্যায় পড়ার কথা ৷ সেইসমস্ত গ্রাহকদের দিকেই তাকিয়ে এবার নিয়ামক সংস্থা IRDA-র তরফে এই অনুরোধ জানানো হয়েছে ৷ এর মধ্যেই এক কোটা টাকা পর্যন্ত গৃহঋণ, গাড়ি ও কৃষি-সহ বিভিন্ন খাতে নেওয়া ঋণের ক্ষেত্রে দেশের রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলি ঋণের কিস্তির টাকা দেওয়ার মেয়াদ অতিরক্তি ৩০ দিন বাড়িয়েছে ৷ এবার তাই জীবন বিমার ক্ষেত্রেও প্রিমিয়াম জমা দেওয়ার জন্য অতিরিক্ত এক মাস সময় দেওয়া হোক ৷ সেটাই অনুরোধ আইআরডিএ-র ৷
advertisement
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পরেই সমস্যায় পড়েছেন দেশবাসী ৷ কারণ ব্যাঙ্ক বা এটিএম গুলির থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমাও বেধে দেওয়া হয়েছে ৷ এই অবস্থায় বিমার প্রিমিয়াম জমা দেওয়াটাও খুব সমস্যার ৷ তাই এর সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছে আইআরডিএ-র পক্ষ থেকে ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নগদের অভাব মানুষের, জীবনবিমার প্রিমিয়াম জমার সময়সীমা বাড়ানোর প্রস্তাব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement