LIC IPO: গ্রে মার্কেটে এলআইসি-র আইপিও-র দাম বাড়ছে, বুঝে নিন, বিনিয়োগ করবেন না কি এড়িয়ে যাবেন!

Last Updated:

গত ১৫ দিনে গ্রে মার্কেটে এলআইসি-র প্রিমিয়াম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ৪৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫ টাকা।

#নয়াদিল্লি: বহু প্রতীক্ষার অবসান। অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য ২ মে খুলে গেল এলআইসি-র আইপিও। খুচরো বিনিয়োগকারীরা এই আইপিও ৪ মে থেকে সাবস্ক্রাইব করতে পারবেন। পুরোপুরি আইপিও খোলার তারিখ যত এগিয়ে আসছে, গ্রে মার্কেটে ততই বাড়ছে এর দাম।
গত ১৫ দিনে গ্রে মার্কেটে এলআইসি-র প্রিমিয়াম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ৪৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫ টাকা। ২ মে মঙ্গলবার এলআইসি-র শেয়ারগুলি গ্রে মার্কেটে ৭৫ টাকা প্রিমিয়ামে লেনদেন করছে। ৭৫ টাকা প্রিমিয়াম মানে আইপিও প্রাইস ব্র্যান্ড ৯০২ থেকে ৯৪৯ টাকার হিসাবে ১০২০ টাকায় (৯৪৯+৭৫) ট্রেড করছে।
advertisement
advertisement
৬.৪৮ কোটি পলিসি হোল্ডার: এলআইসি-র আইপিও নিয়ে এই উন্মাদনা তৈরি হয়েছে পলিসি হোল্ডারদের কারণে। বিমা কোম্পানির ৬.৪৮ কোটি পলিসি হোল্ডার রয়েছেন যাঁরা বিনিয়োগ করতে আগ্রহী। পাশাপাশি তাঁরা ৬০ টাকা ছাড়ও পাচ্ছেন। এর সঙ্গে এলআইসি-র কর্মচারীদের জন্য ৪৫ টাকা ছাড় ঘোষণা করা হয়েছে। বাকি খুচরো বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে এই আইপিও-র জন্য অপেক্ষা করছিলেন। রেড হেরিং প্রসপেক্টাস অনুসারে, আসন্ন এলআইসি আইপিও-র একটি উল্লেখযোগ্য অংশ ২২,১৩৭,৪৯২ ইকুইটি শেয়ার বা ইস্যুটির ১০ শতাংশ পর্যন্ত এলআইসি পলিসিধারকদের জন্য আলাদা রাখা হয়েছে।
advertisement
বিনিয়োগ কৌশল কী: এলআইসি-র আইপিও প্রসঙ্গে আনন্দ রাঠি বলেন, এটি দেশের সবচেয়ে বড় বিমা কোম্পানি। প্রিমিয়ামের পরিপ্রেক্ষিতে এর মার্কেট শেয়ার প্রায় ৬১ শতাংশ। ব্যক্তিগত নীতির পরিপ্রেক্ষিতে এর বাজার শেয়ার ৭০ শতাংশের বেশি। এলআইসি আইপিও থেকে ২১,০০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করছে কেন্দ্র। এর একটা ভাল আর্থিক ট্র্যাক রেকর্ড এবং বৈচিত্রপূর্ণ পোর্টফোলিও রয়েছে। তাই এই আইপিও বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় বলে মনে হচ্ছে।
advertisement
বিনিয়োগের জন্য সর্বনিম্ন ১৪,২৩৫ টাকা: একটা লটে ১৫টি শেয়ার রয়েছে। বিনিয়োগকারীরা সর্বনিম্ন একটি লটের জন্য এবং সর্বোচ্চ ১৪টি লটের জন্য আবেদন করতে পারেন। অতএব এই আইপিও-তে বিনিয়োগের জন্য সর্বনিম্ন ১৪,২৩৫ টাকা এবং সর্বোচ্চ ১,৯৯, ২৯০ টাকা প্রয়োজন। লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এম আর কুমার শুক্রবার বলেছিলেন, ‘এলআইসি-র আইপিও-র দাম অত্যন্ত আকর্ষণীয়। বিনিয়োগকারীরা আগামী বছরগুলিতে আরও ভাল রিটার্ন আশা করতে পারেন। কোম্পানির বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে’।
advertisement
প্রসঙ্গত, দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা ইতিমধ্যেই আইপিও-র পথে হেঁটেছে। জোমাটো কোম্পানি সাফল্যের সঙ্গে আইপিও সংঘটিত করেছে। আবার পেটিএম আইপিও-র ক্ষেত্রে অতটা সফল হয়নি। তবে, তাতে আইপিও-র ভূমিকা কমেনি। বরং বৃদ্ধি পেয়েছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC IPO: গ্রে মার্কেটে এলআইসি-র আইপিও-র দাম বাড়ছে, বুঝে নিন, বিনিয়োগ করবেন না কি এড়িয়ে যাবেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement