PM Kisan: চলতি মাসে যে কোনও দিন অ্যাকাউন্টে আসতে পারে যোজনার টাকা, এখানে চেক করে নিন স্টেটাস
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: আপনি নিজেই স্টেটাস চেক করতে পারবেন-
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির টাকার জন্য দেশের লক্ষ লক্ষ কৃষকরা অপেক্ষা করছেন ৷ চলতি অর্থবর্ষে এটাই যোজনার প্রথম কিস্তি হতে চলেছে ৷ পিএম কিষান যোজনায় প্রতি ত্রৈমাসিকে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা পাঠিয়ে থাকে কেন্দ্র সরকার ৷
সাধারণত এপ্রিল মাসে যোজনার টাকা এসে থাকে ৷ তবে এবার কৃষকদের পরিচয়পত্র সংক্রান্ত কিছু ক্রুটি থাকার কারণে এবং তাতে সংশোধন করার কারণে এপ্রিলে এবার কিস্তির টাকা আসেনি ৷
advertisement
আপনি নিজেই স্টেটাস চেক করতে পারবেন-
আপনি যদি দশম কিস্তির টাকা পেয়ে থাকেন এবং সমস্ত ডকুমেন্টস আপডেটেড থাকলে চলতি মাসে একাদশ কিস্তির টাকা আসার সম্ভাবনা রয়েছে ৷ এর স্টেটাস আপনি নিজেই পিএম কিষানের ওয়েবসাইটে www.pmkisan.gov.in দেখতে পারবেন ৷ সরকার এর জন্য হেল্পলাইন নম্বরও জারি করে দিয়েছে ৷ এর জন্য টোল ফ্রি নম্বরে 18001155266, 155261, 011-24300606 ফোন করে নিজের কিস্তির টাকার স্টেটাস জানতে পারবেন ৷
advertisement
এই ভাবে চেক করে নিন স্টেটাস
কিষান সম্মান নিধির ওয়েবসাইটে গিয়ে ফামার্স কর্নারের অপশনে গিয়ে বেনিফিশিয়ারি স্টেটাসে ক্লিক করতে হবে ৷ এরপর নিজের আধার নম্বর দিয়ে রেকর্ড চেক করতে পারবেন ৷ এখানে কিস্তির টাকার দেখতে পাবেন এবং না দেখতে পেলে তার কারণও জানতে পারবেন ৷ বেনিফিশিয়ারি লিস্টে অন্য লোকের নামও দেখতে পাবেন যাঁরা কিস্তির টাকা পেয়েছেন ৷ সরকার তাঁদের নাম ওয়েবসাইটে আপলোড করে থাকে ৷
advertisement
দেশের কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা শুরু করেছিল কেন্দ্র সরকার ৷ প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই, দ্বিতীয় কিস্তি অগাস্ট থেকে নভেম্বর ও তৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে অ্যাকাউন্টে চলে আসে ৷ যে কৃষকরা পিএম কিষান যোজনায় নিজেদের নথিভুক্ত করিয়েছেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকা ক্রেডিট হওয়ার অপেক্ষায় রয়েছেন ৷ রেজিস্টার্ড কৃষকদের জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ পিএম কিষানের জন্য eKYC-এর সময় সীমা ৩১ মে ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করিয়ে থাকলে আটকে যাবে যোজনার আগামী কিস্তির টাকা ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2022 4:38 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: চলতি মাসে যে কোনও দিন অ্যাকাউন্টে আসতে পারে যোজনার টাকা, এখানে চেক করে নিন স্টেটাস