Cryptocurrency: ২৪ ঘণ্টায় ক্রিপ্টোর বাজারে অপ্রত্যাশিত উত্থান, ২০ শতাংশ বাড়ল ডোজকয়েন, জানলে লাভ আপনার!
- Published by:Suman Biswas
Last Updated:
Cryptocurrency: আন্তর্জাতিক বাজারে সবচেয়ে জনপ্রিয় বিটকয়েন আবারও ৪০ হাজার ডলার ছাড়িয়েছে।
#নয়াদিল্লি: ২৪ ঘণ্টার মধ্যে ঘুরে দাঁড়াল ক্রিপ্টোকারেন্সির বাজার। সোমবার গোটা ক্রিপ্টোর বাজার লাল রেখার নিচে চলে গিয়েছিল। পড়ে গিয়েছিল বিটকয়েন, ইথেরিয়াম-সহ প্রধান কয়েনগুলির দাম। কিন্তু একরাতের মধ্যেই ফের চমকপ্রদ উত্থান ক্রিপ্টোর বাজারে। মঙ্গলবার সবুজ রেখার উপর লেনদেন হয়েছে। শুধু তাই নয়, বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ ২.৯৪ শতাংশ বেড়ে ১.৮৬ ট্রিলিয়ন ডলারে গিয়ে দাঁড়িয়েছে। যদিও ২ ট্রিলিয়ন ডলারের অঙ্কে পৌঁছতে এখনও কিছুটা সময় লাগবে। তবে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে জনপ্রিয় বিটকয়েন আবারও ৪০ হাজার ডলার ছাড়িয়েছে।
এদিনই এলন মাস্কের (Elon Musk) ট্যুইটার কিনে নেওয়ার খবর সামনে এসেছে। চুক্তি চূড়ান্ত হওয়ার খবর মিলতেই অপ্রত্যাশিত উত্থান হয়েছে ডোজকয়েনের। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সি ১৯.৩৮ শতাংশ লাফিয়ে ০.১৫৩৭ ডলারে পৌঁছেছে। উল্লেখ্য, এলন মাস্ককে প্রায়ই ডোজকয়েনের প্রচার করতে দেখা যায়। তাঁর স্বাভাবিকভাবেই ট্যুইটার কেনার খবর প্রকাশ্যে আসতেই এই ক্রিপ্টোর উপর ঝাঁপিয়ে পড়েন বিনিয়োগকারীরা।
advertisement
advertisement
কয়েনমার্কেটক্যাপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এদিন সকাল থেকে বিটকয়েন ৩.২৮ শতাংশ বেড়ে ৪০,৫২৩.১৪ ডলারে ট্রেড করছে। দ্বিতীয় বৃহত্তম কয়েন ইথেরিয়ামের দাম গত ২৪ ঘণ্টায় ৪.৩০ শতাংশ বেড়ে ২,৯৯৯.৮৪ ডলারে পৌঁছেছে। আজ বিটকয়েনের বাজার আধিপত্য ৪১.৩ শতাংশ। যেখানে ইথেরিয়ামের বাজার আধিপত্য দাঁড়িয়েছে ১৯.৪ শতাংশ।
advertisement
কোন মুদ্রার কী খবর:
ডোজকয়েন: দাম – ০.১৫৩৭ ডলার, বেড়েছে – ১৯.৩৮ শতাংশ।
কার্ডানো: দাম – ০.৮৮৮৭ ডলার, বেড়েছে – ১.৪৮ শতাংশ।
টেরা লুনা: দাম – ৯৬.১৮ ডলার, বেড়েছে – ৫.৭২ শতাংশ।
বিএনবি: দাম – ৪০৩.৬৮ ডলার, বেড়েছে – ১.৯৪ শতাংশ।
advertisement
অ্যাভালাঞ্চ: দাম – ৭২.০৩ ডলার, বেড়েছে – ২.২৩ শতাংশ।
শিবা ইনু: দাম – ০.০০০০২৪২৯ ডলার, বেড়েছে – ৩.৪০ শতাংশ।
সোলানা: দাম – ১০০.৯৬ ডলার, বেড়েছে – ৩.০৬ শতাংশ।
এক্সআরপি: দাম – ০.৬৯৬৬ ডলার, বেড়েছে – ১.৮৫ শতাংশ।
সবচেয়ে বেশি বেড়েছে যে ক্রিপ্টো: কয়েনমার্কেটক্যাপ অনুযায়ী, গত ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে ৩টি ক্রিপ্টোর। সেগুলি হল লাফি, কনস্ট্রাক্ট (কেএসটি) এবং সাইবর্গ শিবা (সিবিএস)। এর মধ্যে সর্বোচ্চ ৪৫৭.৮৭ শতাংশ বেড়েছে লাফির দর। গায়ে গায়েই রয়েছে কনস্ট্রাক্ট। ২৪ ঘণ্টায় বেড়েছে ৪৩৪.৭৯ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ জাম্পার হয়েছে সাইবর্গশিবা। একলাফে ৩১৫.২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2022 10:28 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cryptocurrency: ২৪ ঘণ্টায় ক্রিপ্টোর বাজারে অপ্রত্যাশিত উত্থান, ২০ শতাংশ বাড়ল ডোজকয়েন, জানলে লাভ আপনার!