Amul Record Turnover: দেশের সর্ববৃহৎ FMCG ব্র্যান্ডের মুকুট উঠল আমুলের মাথায়! ছাড়াল ৭২,০০০ কোটি টাকার টার্নওভার
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
সম্প্রতি জনপ্রিয় ব্র্যান্ড আমুল ৭২০০০ কোটি টাকার টার্নওভার অতিক্রম করেছে। যার জেরে তা দেশের বৃহত্তম এফএমসিজি ব্র্যান্ড হয়ে উঠল।
কলকাতা: সম্প্রতি জনপ্রিয় ব্র্যান্ড আমুল ৭২,০০০ কোটি টাকার টার্নওভার অতিক্রম করেছে। যার জেরে তা দেশের বৃহত্তম এফএমসিজি ব্র্যান্ড হয়ে উঠল। সেই সঙ্গে বর্তমানে আমুল বিশ্বের অষ্টম বৃহত্তম দুগ্ধ সংস্থা।
গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)-এর ৪৯-তম এজিএম অনুষ্ঠিত হয়েছিল গত ১৯ অগাস্ট। বৈঠকে ফেডারেশনের চেয়ারম্যান শ্যামলভাই প্যাটেল জানান, “এই সহকারী সংস্থাটি ২০২২-২৩ সালে ব্যবসায় ১৮.৫ শতাংশ উন্নতি লাভ করেছে। যা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। গত ৫০ বছর ধরে দুগ্ধ উৎপাদনকারী এবং গ্রাহকদের সঙ্গে একটা সমন্বয়ের সেতু গড়ে তুলতে সক্ষম হয়েছে GCMMF। আর আমাদের ৬ জন প্রতিষ্ঠাতা ত্রিভুবনদাস প্যাটেল, মতিভাই চৌধুরী, গালবাভাই প্যাটেল, ভুরাভাই প্যাটেল, জগজীবনদাস প্যাটেল, যশবন্তলাল শাহ এবং ডা. ভার্গিস কুরিয়েন যে দৃষ্টিভঙ্গি নিয়ে GCMMF প্রতিষ্ঠা করেছিলেন, সেটাকেই সাফল্যে পরিণত করেছে আমুল। শুধু তা-ই নয়, ভারতীয়দের সবচেয়ে প্রিয় ব্র্যান্ডও হয়ে উঠেছে।”
advertisement
advertisement
তিনি আমুলের লক্ষ্য প্রসঙ্গেও কথা বলেন। গোটা বিশ্বের গ্রাহকদের কাছে যাতে পৌঁছনো যায়, সেই উদ্দেশ্যে পূরণের দিকেই এগোচ্ছেন তাঁরা। আর আগামী ২-৩ বছরে ১ লক্ষ কোটি টাকার টার্নওভার অর্জন করার লক্ষ্যমাত্রাও রয়েছে।
advertisement
GCMMF-এর এমডি ইনচার্জ জনাব জয়েন মেহতা বলেছেন, “২০২২-২৩ আর্থিক বছরে, আমরা অধিকাংশ প্রধান ক্যাটাগরিতে ভাল পারফর্ম করতে পেরেছি। আমুল দুধ-ভিত্তিক পানীয়র ক্ষেত্রে ৩৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। আর আমুল আইসক্রিমের ক্ষেত্রেও রেকর্ড ৪০ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। আবার আমুল মাখন বৃদ্ধি পেয়েছে ১৯ শতাংশ। এছাড়া আমুল ঘি কনজিউমার প্যাক ৯ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।”
advertisement
এর পাশাপাশি আমুল লং লাইফ মিল্কে ২০ শতাংশ, আমুল দই-তে ৪০ শতাংশ, ফ্রেশ বাটারমিল্কে ১৬ শতাংশ বৃদ্ধি এবং বৃহত্তম পণ্য ক্যাটাগরিতে আমুল ফ্রেশ মিল্কে ২০ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। আর সবথেকে বড় কথা হল, বিশ্বব্যাপী বাজারে আমুলের উজ্জ্বল উপস্থিতি। দেশের বিভিন্ন রাজ্যে তো বটেই, এছাড়া ভারতের বাইরে ৫০টি দেশেও বর্তমানে উপস্থিত রয়েছে আমুল।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 21, 2023 3:02 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Amul Record Turnover: দেশের সর্ববৃহৎ FMCG ব্র্যান্ডের মুকুট উঠল আমুলের মাথায়! ছাড়াল ৭২,০০০ কোটি টাকার টার্নওভার