#নয়াদিল্লি: জনধন অ্যাকাউন্ট (Jan Dhan Bank Account) হোল্ডাররা এবার বাড়িতে বসেই মিসড কল (Missed Call) দিয়ে চেক করে নিতে পারবেন অ্যাকাউন্টের ব্যালেন্স (Check Jan dhan Balance) ৷ এর জন্য অ্যাকাউন্টটি আধারের সঙ্গে লিঙ্কড থাকা অত্যন্ত জরুরি৷ প্রধানমন্ত্রী জনধন যোজনায় গ্রাহকদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয় ৷ জনধন অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট ও রুপে কার্ডের বিশেষ সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
এই দু’ভাবে চেক করতে পারবেন ব্যালেন্স
আপনি ব্যালেন্স দু’ভাবে চেক করতে পারবেন৷ প্রথম আপনি মিসড কল দিয়ে জনধন অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন ৷ দ্বিতীয় PFMS পোর্টালে গিয়ে ৷
১. PFMS পোর্টালের মাধ্যমে
PFMS পোর্টালে যাওয়ার জন্য https://pfms.nic.in/NewDefaultHome.aspx# লিঙ্কে যেতে হবে ৷ এরপর আপনাকে ‘Know Your Payment’ ক্লিক করতে হবে ৷এবার নিজের অ্যাকাউন্ট নম্বর এন্টার করতে হবে ৷ এখানে দু’বার অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ৷ ক্যাপচা কোড দিতেই অ্যাকাউন্টের ব্যালেন্স সামনে চলে আসবে ৷
২. মিসড কলের মাধ্যমে
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জনধন অ্যাকাউন্ট থাকলে মিসড কলের মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন ৷ এর জন্য 18004253800 বা 1800112211 নম্বরে মিসড কল দিতে হবে ৷ মিসড কল রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে দিতে হবে ৷
আপনিও খুলতে পারবেন জনধন অ্যাকাউন্ট
জনধন অ্যাকাউন্ট খোলার জন্য নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় গিয়ে জনধন অ্যাকাউন্ট খোলার ফর্ম ফিল আপ করতে হবে ৷ এখানে আপনার সম্পর্কে সমস্ত ডিটেল দিতে হবে ৷ আবেদনকারী গ্রাহকদের নিজের নাম, মোবাইল নম্বর, ব্যাঙ্ক শাখার নাম, আবেদনকারীর ঠিকানা, নমিনি, বার্ষিক আয়, ওয়ার্ড নম্বর, ভিলেজ কোড, টাউন কোড ইত্যাদি দিতে হবে ৷
PMJDY ওয়েবসাইট অনুযায়ী, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড নম্বর, ভোটার আইডি কার্ড ইত্যাদি ডকুমেন্ট দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jandhan Account