LIC IPO: বাজারে এল ভারতের সবচেয়ে বড় আইপিও, বিড করার আগে জেনে নিন ১০ গুরুত্বপূর্ণ বিষয়!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
LIC IPO: যদি কেউ এলআইসি-র আইপিওতে টাকা বিনিয়োগ করার কথা ভাবেন, তাহলে অবশ্যই এই ১০টি বিষয় মাথায় রাখতে হবে।
#নয়াদিল্লি: আজ বুধবার অর্থাৎ ৪ মে ভারতের সবচেয়ে বড় আইপিও বাজারে নিয়ে এসেছে এলআইসি। এর মাধ্যমে ২১ হাজার কোটি টাকা সংগ্রহ করতে চায় কেন্দ্র। এলআইসি-র আইপিও-র মাধ্যমে পাবলিক সেক্টর কোম্পানিতে সরকার তার ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করবে। যদি কেউ এলআইসি-র আইপিওতে টাকা বিনিয়োগ করার কথা ভাবেন, তাহলে অবশ্যই এই ১০টি বিষয় মাথায় রাখতে হবে।
আইপিও তারিখ: ৪ মে খুচরো বিনিয়োগকারীদের জন্য খুলবে এলআইসি-র আইপিও। বিড করা যাবে ৯ মে পর্যন্ত। শেয়ারগুলো বাজারে তালিকাভুক্ত হবে ১৭ মে।
advertisement
প্রাইস ব্যান্ড: আইপিও-র প্রাইস ব্যান্ড রাখা হয়েছে ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা। পলিসিহোল্ডাররা ৬০ টাকা এবং কর্মীরা ৪৫ টাকা ছাড় পাবেন।
advertisement
আইপিও-র উদ্দেশ্য: সরকার আইপিও-র মাধ্যমে শেয়ার বাজারের সুবিধা নিতে চায়। তাই অফার ফর সেলের আওতায় বিনিয়োগকারীদের জন্য ২২১,৩৭৪,৯২০ শেয়ার ইস্যু করা হচ্ছে।
কমপক্ষে ১৫ টি শেয়ারের জন্য বিড করতে হবে: বিনিয়োগকারীকে কমপক্ষে ১ লট অর্থাৎ ১৫ টি শেয়ারের জন্য বিড করতে হবে। এইভাবে একজন বিনিয়োগকারী সর্বোচ্চ ১৪ টি লটের জন্য বিড করে মোট ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন।
advertisement
অফারের বিবরণ: সরকার এই আইপিও-র মাধ্যমে ২১ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখেছে। পুরোটাই অফার ফর সেল। আইপিওর মোট আকারের মধ্যে ৫০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, ১৫ শতাংশ অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এবং অবশিষ্ট ৩৫ শতাংশ খুচরা বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত।
advertisement
প্রতিষ্ঠান সম্পর্কে: এলআইসি ভারতের বৃহত্তম বিমা কোম্পানি। এর ৬১ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। মোট সম্পদের পরিপ্রেক্ষিতে এটি বিশ্বের দশম বৃহত্তম বিমা কোম্পানি। এলআইসি ৪০ লক্ষ কোটি টাকার সম্পদ পরিচালনা করে। সংস্থার সঙ্গে ১৩.৫ লক্ষ এজেন্ট যুক্ত।
আর্থিক তথ্য: ২০২১-২২ অর্থবর্ষে এলআইসি-র এইউএম ছিল ৩৭,৪৬,৪০৪ কোটি। যা তার আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। এই সময়ে কোম্পানির মুনাফা ২৭১০ কোটি টাকা থেকে বেড়ে ২৯৭৪ কোটি টাকা হয়েছে।
advertisement
কোম্পানির শক্তি এবং ব্যবসায়িক নীতি: কোম্পানির শক্তি হল এটা ভারতের মতো একটা দেশের বৃহত্তম বিমা প্রদানকারী সংস্থা। এ দেশে বিমা এখনও পর্যন্ত খুব একটা জনপ্রিয় নয়। কিন্তু অপরিসীম সম্ভাবনা রয়েছে। ভারতের প্রত্যন্ত গ্রামেও এলআইসি-র উপস্থিতি রয়েছে এবং এটা একটা নির্ভরযোগ্য ব্র্যান্ড।
প্রতিকূলতা: বেসরকারি বিমা কোম্পানিগুলির সঙ্গে প্রতিযগিতায় ক্রমশ পিছিয়ে পড়ছে এলআইসি। বর্তমানে এর ৬০ শতাংশের বেশি মার্কেট শেয়ার থাকা সত্ত্বেও ২০১৬ থেকে ২০২১ অর্থবর্ষে সিএজিআর-এ মাত্র ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে বেসরকারি সংস্থাগুলির বৃদ্ধি ১৮ শতাংশ। ডিজিটাল দুনিয়াতেও এলআইসি খুব একটা শক্তিশালী নয়।
advertisement
জিএমপি, বরাদ্দ এবং তালিকা: গ্রে মার্কেটে এলআইসি-র শেয়ার প্রতি দর চলছে ৮৫ টাকা। যা এর প্রাইস ব্যান্ডের চেয়ে ১০ শতাংশ বেশি। ১২ এর শেয়ার বরাদ্দ করা হবে। তালিকাভুক্ত হবে ১৭ মে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2022 11:21 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC IPO: বাজারে এল ভারতের সবচেয়ে বড় আইপিও, বিড করার আগে জেনে নিন ১০ গুরুত্বপূর্ণ বিষয়!