Rose Day: ফুলের ঘায়ে মূর্ছা গেল হল্যান্ড! জানুন ‘টিউলিপ ম্যানিয়া’-র মজার গল্প

Last Updated:

চাহিদা এমন জায়গায় পৌঁছয় একটা টিউলিপ বাল্ব বিক্রি হয় একজনের গড় বেতনের ছয় গুণ দামে। কিন্তু আচমকাই দাম পড়তে শুরু করে।

কলকাতা: নেদারল্যান্ডের পশ্চিমাংশে একটি এলাকা হল্যান্ড। এই হল্যান্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে ‘টিউলিপ ম্যানিয়া’র গল্প।
১৭ শতকের কথা। বর্তমানে বিটকয়েন নিয়ে যেমন উৎসাহ, ১৭ শতকে হল্যান্ডে টিউলিপ নিয়ে একই ধরনের উন্মাদনা দেখা দিয়েছিল। টিউলিপ বাল্ব কেনার জন্য ক্ষেপে উঠেছিল মানুষ। জীবন বাজি রাখতেও তাঁরা তৈরি ছিলেব। এর পিছনে ছিল প্রত্যাশা বা লোভ।
advertisement
advertisement
চাহিদা এমন জায়গায় পৌঁছয় একটা টিউলিপ বাল্ব বিক্রি হয় একজনের গড় বেতনের ছয় গুণ দামে। কিন্তু আচমকাই দাম পড়তে শুরু করে। বিপুল সংখ্যক মানুষ রাতারাতি দেউলিয়া হয়ে যান।
তুর্কি থেকে আগমন:
তুর্কি থেকে হল্যান্ডে আসে টিউলিপ ফুল। অটোমান সাম্রাজ্যের সময় ব্যাপক টিউলিপ চাষ হত সে দেশে। তুর্কিতে এই ফুল সৌন্দর্য ও মর্যাদার প্রতীক। ষোড়শ শতকে তুর্কি থেকে টিউলিপ ফুল আমদানি শুরু করে। অল্প সময়ের মধ্যেই তা জনপ্রিয় হয়ে ওঠে হল্যান্ডে। ধনী পরিবারগুলির কাছে হয়ে ওঠে দম্ভের প্রতীক। পরে সেটি আবশ্যিক হয়ে যায়। এমনকী যদি কারও কাছে টিউলিপ ফুল না পাওয়া যায়, তবে তার দুর্ভাগ্য বলে ধরে নেওয়া হয়।
advertisement
টিউলিপ ফুলের চাষ ছিল ব্যয়বহুল ও কষ্টসাধ্য। ১৭ শতকের গোড়ার দিকে চাষিরা টিউলিপ চাষে উন্নত কৌশল নিয়ে আসেন। স্থানীয়ভাবে ফুলের উৎপাদন শুরু হয়। ব্যবসার বিকাশ ঘটে। এতে টিউলিপের দাম বাড়ে। আজও হল্যান্ডে টিউলিপের জমজমাট ব্যবসা।
advertisement
টিউলিপের উত্তেজনা:
১৬৩৩ সালের আগে পেশাদার এবং বিশেষজ্ঞরাই টিউলিপ ফুলের চাষ ও ব্যবসা করতেন। কিন্তু ধীরে ধীরে দাম বাড়ার পর ১৬৩৪ সাল থেকে ‘টিউলিপ ম্যানিয়া’ পুরো হল্যান্ডে ছড়িয়ে পড়ে। সব ছেড়ে টিউলিপে মজে মধ্যবিত্ত থেকে গরিব মানুষ। টিউলিপকে ঘিরেই সোনালি ভবিষ্যতের স্বপ্নে বুঁদ হয়ে যান তাঁরা। নিজেদের খেত, বসতবাড়ি, দোকান বন্ধক রেখে টিউলিপের ব্যবসা শুরু করে।
advertisement
একটি টিউলিপ বাল্বের দাম এমন দাঁড়ায় যে তা দিয়ে একটি বাড়ির কিনে ফেলা সম্ভব। ১৬৩৬ সাল নাগাদ টিউলিপ ব্যবসা এতটাই বৃদ্ধি পায় যে আমস্টারডাম, রটারডাম, হারলেম এবং অন্য ডাচ শহরের স্টক এক্সচেঞ্জে নিয়মিত বাজারজাত করা হত। বসন্তে দাম আরও বাড়বে বলে আশা করে বসে থাকেন মানুষ।
কিন্তু ১৬৩৭ সালে বাজার একেবারে পড়ে যায়। প্রথমে ক্রেতারা বেশি দামে টিউলিপ কেনার কথা বললেও পরে পিছিয়ে যান। বিপুল সংখ্যক মানুষ দেউলিয়া হয়ে যান। ব্যবসার ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। ‘টিউলিপ ম্যানিয়া’ শব্দবন্ধ পাকাপাকি জায়গা করে নেয় ইতিহাসে। অনেক সময় প্রচুর রিটার্নের আশায় সকলে একসঙ্গে বিনিয়োগ করতে শুরু করেন। দাম বেড়ে যায় হু হু করে। কিন্তু একটা সময় দাম পড়তে শুরু করে। এই অবস্থাকে ট্রেডিং পরিভাষায় বলা হয় ‘টিউলিপ ম্যানিয়া’ এবং এই ধরনের সম্পদকে বলা হয় ‘টিউলিপস’।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Rose Day: ফুলের ঘায়ে মূর্ছা গেল হল্যান্ড! জানুন ‘টিউলিপ ম্যানিয়া’-র মজার গল্প
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement