PAN কার্ড চান! আজই অনলাইনে আবেদন করুন এই ভাবে!

Last Updated:

এই বিশেষ নথির জন্য আবেদন করা বেশ সহজ হয়ে গিয়েছে প্রযুক্তির কল্যাণে। অনলাইনেই আবেদন করে ফেলা যায়।

কলকাতা: PAN কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। যে কোনও কাজে এটি প্রয়োজন। ইদানীং এই বিশেষ নথির জন্য আবেদন করা বেশ সহজ হয়ে গিয়েছে প্রযুক্তির কল্যাণে। অনলাইনেই আবেদন করে ফেলা যায়। সহজে কার্ড হাতেও পাওয়া যায়। এমনকী নতুন কার্ডের পাশাপাশি যাঁরা পুরনো কার্ড হারিয়ে ফেলেছেন তাঁরাও বিকল্প পেতে আবেদন করতে পারেন অনলাইনে। NSDL বা UTIITSL থেকে ই-প্যানও পাওয়া যায়।
NSDL পোর্টালে আবেদন—
একটি নতুন প্যানের জন্য আবেদন করতে NSDL সাইট (https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html)-এ যেতে হবে।
আবেদনের ধরন নির্বাচন করে নিতে হবে— ভারতীয় নাগরিক, বিদেশি নাগরিক বা বিদ্যমান PAN-এর তথ্য পরিবর্তন/সংশোধনের জন্য নতুন প্যান।
advertisement
বিভাগ নির্বাচন করতে হবে – ইন্ডিভিজুয়াল, অ্যাসোসিয়েশন অব পার্সনস বা বডি অব ইন্ডিভিজুয়াল।
ফর্মে নাম, জন্ম তারিখ, ইমেল এবং মোবাইল নম্বরের মতো প্রয়োজনীয় সমস্ত বিবরণ পূরণ করতে হবে।
advertisement
ফর্ম জমা দেওয়ার পর পরবর্তী ধাপে যাওয়ার বার্তা আসবে।
Continue with the PAN Application Form-এ ক্লিক করলে নতুন পেজ খুলবে, সেখানে ডিজিটাল ই-কেওয়াইসি জমা দিতে হবে।
ফিজিক্যাল প্যান কার্ড প্রয়োজন কি না তা নির্বাচন করে আধার নম্বরের শেষ চারটি সংখ্যা জানাতে হবে।
advertisement
ব্যক্তিগত বিবরণ, যোগাযোগ এবং অন্য বিবরণ লিখে এলাকার কোড, AO টাইপ করে অন্য বিবরণ লিখতে হবে।
ওটিপি ব্যবহার করে আধার যাচাই করতে ই-কেওয়াইসি বিকল্পটি নির্বাচন করে নিতে হবে।
এরপর ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিং বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থপ্রদান করতে হবে।
advertisement
সফল অর্থপ্রদানের রসিদ মিলবে।
আধার প্রমাণীকরণের জন্য অথেন্টিকেশন অপশনে ক্লিক করতে হবে।
‘ই-কেওয়াইসি’ দিয়ে এগিয়ে যেতে হবে। আধাররের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে।
ওটিপি-সহ ফর্ম জমা দিতে হবে।
‘ই-সাইন’ দিয়ে এগিয়ে যেতে হবে এবং নিজের ১২-সংখ্যার আধার নম্বর লিখতে হবে। ফের ওটিপি আসবে।
OTP লিখ এবং DDMMYYYY ফর্ম্যাটে পাসওয়ার্ড হিসাবে নিজের জন্মতারিখ দিলে পিডিএফ-এ স্বীকৃতি রসিদ পাওয়া যাবে।
advertisement
UTIITSL পোর্টালে আবেদন—
UTIITSL-এ প্যান কার্ডের জন্য আবেদন করার পেজে গিয়ে 'ভারতীয় নাগরিক/এনআরআইয়ের জন্য প্যান কার্ড' বেছে নিতে হবে।
নতুন প্যান কার্ডের জন্য ফর্ম ৪৯এ বেছে নিতে হবে।
'ফিজিক্যাল মোড' বাছলে নিকটস্থ UTIITSL অফিসে প্রিন্ট আউটে সই করা আবেদনপত্র জমা দিতে হবে। 'ডিজিটাল মোড'-এ আবেদনপত্রটি Dsc মোড ব্যবহার করে বা আধারভিত্তিক ই-সিগনেচার ব্যবহার করা যাবে।
advertisement
ব্যক্তিগত ও অন্য আবশ্যিক বিবরণ পূরণ করে তথ্যের সত্যতা যাচাই করে জমা দিতে হবে।
এরপরে পেমেন্ট গেটওয়ে বেছে নিয়ে অনলাইনে অর্থপ্রদান করতে হবে নেটব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড ইত্যাদির মাধ্যমে।
সফল অর্থপ্রদানের রসিদ সেভ করে রাখতে হবে।
ফর্মের প্রিন্ট আউটে ২টি পাসপোর্ট আকারের ছবি (৩.৫×২.৫ সেমি) লাগিয়ে সই করতে হবে।
advertisement
পূরণ করা আবেদনপত্রের সঙ্গে পরিচয়, ঠিকানা এবং জন্মতারিখের প্রামাণ্য নথি অনুলিপি-সহ জমা দিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PAN কার্ড চান! আজই অনলাইনে আবেদন করুন এই ভাবে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement