#নয়াদিল্লি: প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাত্রা করে থাকেন ৷ তাদের সুবিধার কথা মাথায় রেখে বর্তমানে রেলের একাধিক পরিষেবা অনলাইনে দেওয়া হয়ে থাকে ৷ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC) ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে যাত্রীরা অনেক পরিষেবার সুবিধা বাড়িতে বসেই পেয়ে যান ৷ এর মধ্যে টিকিট বুকিং থেকে খাবারের বুকিংও সামিল রয়েছে ৷ এর জেরে যাত্রীদের সুবিধার পাশাপাশি রেল কর্মীদের কাজের চাপও অনেকটাই কমেছে ৷
আরও পড়ুন: ফের দাম বাড়ল সোনা ও রুপোর, কেনার আগে দেখে নিন আজকের লেটেস্ট দাম....সম্প্রতি আইআরসিটিসি তাদের অ্যাপ ব্যবহারকারীদের জন্য এক মাসে অনলাইন টিকিট বুকিংয়ের সীমা দ্বিগুণ করে দিয়েছে ৷ IRCTC আইডি আধারের সঙ্গে লিঙ্ক হওয়ায় এবার মাসে ২৪টি টিকিট বুকিং করা যাবে ৷ এর আগে ১২টি টিকিট বুকিং করা যেত ৷ এই ভাবে যাত্রীরা বাড়িতে বসে অ্যাপ ও রেলওয়ের ওয়েবসাইটের সাহায্যে ট্রেনের স্ট্যাটাসও চেক করতে পারবেন ৷
আরও পড়ুন: দাম বাড়ছে অপরিশোধিত তেলের দাম, তাহলে কি আবারও বাড়বে পেট্রোল ও ডিজেলের দাম?জেনে নিন ওয়েটিং লিস্টে থাকা আপনার টিকিট কনফার্ম হবে, না হবে না ?
একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রেল টিকিট বুকিং করার সময় আপনার টিকিট কনফার্ম হবে এর কোনও গ্যারেন্টি নেই ৷ ওয়েটিং লিস্টে নাম থাকায় বেশ চিন্তায় থাকতে হয় যাত্রীদের ৷ শেষ পর্যন্ত টিকিট কনফার্ম হবে কিনা তার কোনও গ্যারেন্টি নেই ৷ ফলে বাতিল হয়ে যেতে পারে যাত্রা ৷ তবে এবার রেলের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই চিন্তা কিছুটা দূর করতে পারবেন যাত্রীরা ৷ অ্যাপের মাধ্যমে জানতে পারবেন আপনার টিকিট কনফার্ম হওয়ার কতটা চান্স রয়েছে ৷ এর জন্য আপনার ট্রেনের পিএনআর দরকার লাগবে ৷
আরও পড়ুন: কোথায় টাকা ইনভেস্ট করা বেশি লাভজনক ? SBI-এর এফডি না পোস্ট অফিসের টাইম ডিপেজিটকী করতে হবে দেখে নিন.....
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, IRCTC, Ticket Booking