কোথায় টাকা ইনভেস্ট করা বেশি লাভজনক ? SBI-এর এফডি না পোস্ট অফিসের টাইম ডিপেজিট....

Last Updated:

এই দুই মাধ্যমে বিনিয়োগের (Investment) প্রধান সুবিধাই হল, নির্দিষ্ট সময়সীমা পার করলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতে আসবে।

#নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের তরফে রেপো রেট বৃদ্ধির পর থেকেই একাধিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াতে শুরু করেছে ৷ এর জেরে সরাসরি লাভবান হচ্ছেন ব্যাঙ্কের গ্রাহকরা ৷ এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে কোনও ঝুঁকি থাকে না। নিরাপদ, নিশ্চিত বিনিয়োগের কথা ভাবলে প্রথমেই মাথায় আসবে FD-র কথা । এই মাধ্যমে বিনিয়োগের (Investment) প্রধান সুবিধাই হল, নির্দিষ্ট সময়সীমা পার করলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতে আসবে। আর তাতে ঝুঁকিও থাকবে না।
ফিক্সড ডিপোজিটের পাশাপাশি বিনিয়োগের আরও একটি নিরাপদ অপশন হচ্ছে পোস্ট অফিসের টাইম ডিপোজিট ৷ ভারতীয় পোস্ট অফিসে অর্থ সঞ্চয়ের নানা রকম স্কিম রয়েছে। যেখানে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পেয়ে থাকেন। স্মল সেভিংস স্কিমগুলিও যথেষ্ট ভাল। কম বিনিয়োগে মোটা অঙ্কের লাভ পাওয়া যায়। এর জেরে অনেকেই বুঝে উঠতে পারেন না স্টেট ব্যাঙ্কের এফডি না পোস্ট অফিসের টাইম ডিপোজিট, কোথায় ইনভেস্ট করলে লাভবান হবেন ৷
advertisement
advertisement
স্টেট ব্যাঙ্কের এফডি-র সুদের হার (SBI FD Rates)
লাইভ মিন্টের একটি রিপোর্ট অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক ১৪ জুন ২০২২ থেকে ২ কোটি টাকার কম ডিপোজিটে সুদের হারে বদল করেছে ৷ ২১১ দিন থেকে ১ বছরের কম এফডি-তে সুদের হার ৪.৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৬০ শতাংশ করা হয়েছে ৷ ১ বছর থেকে ২ বছরের কম সময়ের জন্য সুদের হার ৫.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৩০ শতাংশ করা হয়েছে ৷
advertisement
একই ভাবে ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের জন্য এফডি-তে সুদের হার ৫.২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৩৫ শতাংশ করা হয়েছে ৷ ৩ থেকে ৫ বছরের এফডি-তে মিলবে ৫.৪৫ শতাংশ সুদ ৷ ১০ বছরের এফডি-তে মিলবে ৫.৫০ শতাংশ সুদ ৷
advertisement
প্রবীণ নাগরিকদের জন্য আরও বেশি লাভ-
প্রবীণ নাগরিকরা ৭ দিন থেকে ৫ বছরের এফডি-তে পেয়ে যাবেন অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ ৷ এটাকে স্টেট ব্যাঙ্কের Wecare ডিপোজিট স্কিম বলা হয়ে থাকে ৷ এর আরও একটি বিশেষত্ব হল ৫-১০ বছরের এফডি-র জন্য পেয়ে যাবেন ০.৫০ শতাংশ বেশি সুদের উপরে আরও ০.৩০ শতাংশ অতিরিক্ত সুদ দেওয়া হবে ৷ এই স্কিম ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত জারি থাকবে ৷ আরও বিস্তারিত তথ্য ব্যাঙ্কের শাখা বা ওয়েবসাইট থেকে জানা যাবে ৷
advertisement
পোস্ট অফিসের টাইম ডিপোজিট (Post Office TD)
পোস্ট অফিসের একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখার স্কিমের নাম টাইম ডিপোজিট ৷ এখানে ১ থেকে ৫ বছরের জন্য টাইম ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ কমপক্ষে ১০০০ টাকা রাখতে হবে ৷ ১ থেকে ৩ বছরের টাইম ডিপোজিটে মিলবে ৫.৫ শতাংশ সুদ যা স্টেট ব্যাঙ্কের সুদের থেকে অনেকটাই বেশি ৷ ৫ বছরের জন্য টাকা রাখলে মিলবে ৬.৭ শতাংশ সুদ ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কোথায় টাকা ইনভেস্ট করা বেশি লাভজনক ? SBI-এর এফডি না পোস্ট অফিসের টাইম ডিপেজিট....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement