কলকাতা: দিন কয়েক ধরেই নিশ্চয়ই সোনার গয়নার দোকানে তরফে বিভিন্ন বিজ্ঞাপন চোখে পড়ছে। যেখানে দেখা যাচ্ছে যে, অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে সোনা কেনার কথা গ্রাহকদের মনে করিয়ে দেওয়া হচ্ছে ওই বিজ্ঞাপনগুলির মাধ্যমে। আসলে হিন্দু মতে অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা অত্যন্ত শুভ। আবার ইতিহাস বলছে যে, আগেকার দিনে রাজারা এই পবিত্র দিনে প্রার্থনা, আত্মত্যাগ এবং দান-ধ্যান করতেন।
হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অক্ষয় তৃতীয়া আবার জৈন ধর্মাবলম্বীদেরও উৎসব। একে অক্তি অথবা অক্ষা তিজ নামেও ডাকা হয়। জৈন ধর্মে অক্ষয় তৃতীয়া মূলত প্রথম তীর্থঙ্কর (ঋষভনাথ)-কে স্মরণে রেখেই পালন করা হয়। যিনি আখের রস খেয়ে নিজের ১ বছরের তপস্যা ভঙ্গ করেছিলেন।
অক্ষয় তৃতীয়ার দিনক্ষণ:
অক্ষয় তৃতীয়া ২২ এপ্রিল না ২৩ এপ্রিল, তা নিয়ে ধন্দে পড়েছে মানুষ। তবে পঞ্চাঙ্গ মতে, এই পুণ্য তিথি শুরু হচ্ছে আগামী ২২ এপ্রিল সকাল ৭টা ৪৯ মিনিটে। আর শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল সকাল ৭টা ৪৭ মিনিটে।
শহর-ভিত্তিক পুজোর সময়:
দিল্লি: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ২০ মিনিট
গুরুগ্রাম: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ২১ মিনিট
নয়ডা: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ১৯ মিনিট
মুম্বই: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ৩৭ মিনিট
পুণে: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ৩৩ মিনিট
বেঙ্গালুরু: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ১৮ মিনিট
চণ্ডীগড়: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ২২ মিনিট
জয়পুর: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ২৬ মিনিট
আহমেদাবাদ: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ৩৮ মিনিট
হায়দরাবাদ: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ১৫ মিনিট
অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত:
অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ৭টা ৪৯ মিনিটে এবং শেষ হচ্ছে দুপুর ১২টা ২০ মিনিটে। এর পাশাপাশি চোগাড়িয়া মুহূর্ত ২২ এপ্রিল পড়েছে সকাল ৭টা ৪৯ মিনিট - সকাল ৯টা ০৪ মিনিট কালীন সময়ে। আর ২৩ এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত পড়েছে সকাল ৭টা ২৬ মিনিট - সকাল ৭টা ৪৭ মিনিট কালীন সময়ে।
অক্ষয় তৃতীয়ায় সোনা ক্রয়ের শুভ সময়:
অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনার জন্য শুভ সময় হল ২২ এপ্রিল সকাল ৭টা ৪৯ মিনিট - ২৩ এপ্রিল ভোর ৫টা ৪৮ মিনিট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akshay Tritiya 2023, Gold