Car Loan: গাড়ি কিনবেন ভাবছেন ? জেনে নিন সব থেকে সেরা কয়েকটি গাড়ি ঋণের হদিশ

Last Updated:

Car Loan: কেন কার লোন ব্যক্তিগত লোনের চেয়ে ভাল?

#কলকাতা:  একটা সময় ছিল যখন লোনের উপর গাড়ি কেনা দায় মনে হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে সেই ধারণায়। ব্যাঙ্ক থেকে লোন নিয়ে গাড়ি কেনা এখন হাতের মুঠোয়। মাত্র ৭.৩০% বার্ষিক সুদের হারে ৮ বছর মেয়াদ-সহ কার লোন (Car Loan) পেতে পারেন গ্রাহক। যা গাড়ির দামের ৯০% থেকে ১০০% পর্যন্ত কভার করবে। প্রত্যেক ব্যাঙ্কেই গাড়ির লোনের জন্য একাধিক প্যাকেজ থাকে, যেখান থেকে নিজের জন্য উপযুক্ত স্কিমটি বেছে নেওয়া যায়। সঙ্গে লোন নেওয়ার সময় এককালীন প্রসেসিং ফি-ও দিতে হয়।
কেন কার লোন ব্যক্তিগত লোনের চেয়ে ভালো? 
advertisement
  • গাড়ি কেনার জন্য নেওয়া লোনে সুদের হার (Interest Rate) অন্যান্য লোনের তুলনায় কম হয়। 
  • খুব সহজেই নির্ঝঞ্ঝাটে কার লোন পাওয়া যায়। 
  • advertisement
  • কার লোনের জন্য নিয়মিত মাসিক আয়ের দরকার হয় না, মাঝারি ক্রেডিট স্কোর আছে, এমন গ্রাহকরাও গাড়ির জন্য লোন পেতে পারেন। 
  • নিরাপত্তার জন্য জমি বা বাড়ির কাগজ দিতে হয় না, কেনা গাড়িটি ব্যাঙ্কের কাছে নিরাপত্তার অ্যাসেট হিসেবে কাজ করে। 
  • advertisement
    একটি কার লোন নেওয়ার সময় কী কী বিষয় লক্ষণীয়--
    সুদের হার৭.০০% থেকে শুরু
    প্রসেসিং ফিব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হয়
    লোনের মেয়াদ ১ বছর থেকে ৮ বছর
    প্রি-ক্লোজার চার্জ ব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হয়
    গ্যারান্টারব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হয়
    advertisement
    সঠিক লোন কী ভাবে চয়ন করতে হবে?
    • বিভিন্ন ব্যাঙ্কের লোন এবং সুদের হার তুলনা করতে হবে।
    • এমন লোনের প্যাকেজ বেছে নিতে হবে, যার সুদের হার কম হবে এবং গ্রাহকের প্রত্যাশিত অর্থও পাওয়া যাবে।
    • লোনের জন্য আবেদন করার আগে পছন্দের গাড়ি বেছে ঠিক করতে হবে যে, কত টাকা লোন দরকার।
    • শুরুতেই দেখেই নিতে হবে যে, কোনও লোনে অতিরিক্ত চার্জ বা গুপ্ত ফি রয়েছে কিনা।
    advertisement
    Click here to add News18 as your preferred news source on Google.
    ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
    view comments
    বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
    Car Loan: গাড়ি কিনবেন ভাবছেন ? জেনে নিন সব থেকে সেরা কয়েকটি গাড়ি ঋণের হদিশ
    Next Article
    advertisement
    MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
    মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
    • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

    • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

    • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

    VIEW MORE
    advertisement
    advertisement