Car Loan: গাড়ি কিনবেন ভাবছেন ? জেনে নিন সব থেকে সেরা কয়েকটি গাড়ি ঋণের হদিশ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Car Loan: কেন কার লোন ব্যক্তিগত লোনের চেয়ে ভাল?
#কলকাতা: একটা সময় ছিল যখন লোনের উপর গাড়ি কেনা দায় মনে হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে সেই ধারণায়। ব্যাঙ্ক থেকে লোন নিয়ে গাড়ি কেনা এখন হাতের মুঠোয়। মাত্র ৭.৩০% বার্ষিক সুদের হারে ৮ বছর মেয়াদ-সহ কার লোন (Car Loan) পেতে পারেন গ্রাহক। যা গাড়ির দামের ৯০% থেকে ১০০% পর্যন্ত কভার করবে। প্রত্যেক ব্যাঙ্কেই গাড়ির লোনের জন্য একাধিক প্যাকেজ থাকে, যেখান থেকে নিজের জন্য উপযুক্ত স্কিমটি বেছে নেওয়া যায়। সঙ্গে লোন নেওয়ার সময় এককালীন প্রসেসিং ফি-ও দিতে হয়।
কেন কার লোন ব্যক্তিগত লোনের চেয়ে ভালো?
advertisement
advertisement
advertisement
একটি কার লোন নেওয়ার সময় কী কী বিষয় লক্ষণীয়--
সুদের হার | ৭.০০% থেকে শুরু |
প্রসেসিং ফি | ব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হয় |
লোনের মেয়াদ | ১ বছর থেকে ৮ বছর |
প্রি-ক্লোজার চার্জ | ব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হয় |
গ্যারান্টার | ব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হয় |
advertisement
সঠিক লোন কী ভাবে চয়ন করতে হবে?
- বিভিন্ন ব্যাঙ্কের লোন এবং সুদের হার তুলনা করতে হবে।
- এমন লোনের প্যাকেজ বেছে নিতে হবে, যার সুদের হার কম হবে এবং গ্রাহকের প্রত্যাশিত অর্থও পাওয়া যাবে।
- লোনের জন্য আবেদন করার আগে পছন্দের গাড়ি বেছে ঠিক করতে হবে যে, কত টাকা লোন দরকার।
- শুরুতেই দেখেই নিতে হবে যে, কোনও লোনে অতিরিক্ত চার্জ বা গুপ্ত ফি রয়েছে কিনা।
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 27, 2022 2:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Car Loan: গাড়ি কিনবেন ভাবছেন ? জেনে নিন সব থেকে সেরা কয়েকটি গাড়ি ঋণের হদিশ