New Business Ideas: মহিলারা সহজেই শুরু করতে পারেন এই সব ব্যবসা! খুলে যাবে দুর্দান্ত উপার্জনের পথ!

Last Updated:

দেখে নেওয়া যাক, মহিলাদের ব্যবসার কিছু আইডিয়া। যা সহজেই শুরু করা যেতে পারে।

কলকাতা: মহিলারা দশভুজা। দশ দিক একসঙ্গে সমান তালে সামলানোর দক্ষতা আছে তাঁদের। আজকালকার দিনে সংসারের পাশাপাশি সামলাতে হয় বাইরের কাজও। কিন্তু অনেক সময় সংসার এবং পরিবারের প্রয়োজনে না-চাইতেও পিছিয়ে যেতে হয় মহিলাদের। কিন্তু এখন মহিলাদের জন্য উন্মুক্ত হয়েছে রোজগারের নানা দিশা। আসলে আমাদের দেশে মহিলাদের জন্য ব্যবসার সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে। ফলে ঘর-সংসার সামলেও ব্যবসা করে নিজেদের আয়ের পথ প্রশস্ত করছেন তাঁরা। এতে শুধু তাঁদের পরিবারেরই নয়, লাভবান হচ্ছে দেশের অর্থনীতিও। দেখে নেওয়া যাক, মহিলাদের ব্যবসার কিছু আইডিয়া। যা সহজেই শুরু করা যেতে পারে।
অনলাইন বেকারি ব্যবসা:
অনলাইন খাবারের ব্যবসা আমাদের দেশে বেশ জনপ্রিয়। খাবারের ছোট ছোট ব্যবসা খুবই লাভজনক। যদি বেকিংয়ের বিষয়ে আগ্রহ থাকে, তাহলে নিজের বাড়িতে বসেই বেকারি ব্যবসা খোলা যেতে পারে। এমনকী বাড়িতে তৈরি মুখরোচক লোভনীয় খাবারও তৈরি করে তার ব্যবসা করা যেতে পারে। নিজের রান্নাঘর থেকে শুরু করা যাবে এই ব্যবসা। একটা ওভেন এবং কিছু প্রয়োজনীয় উপকরণ হলেই হল। কেক-পেস্ট্রি ছাড়াও মাফিন, বিভিন্ন ধরনের ব্রেড, কুকিজ, পিৎজা বানিয়েও ব্যবসা করা যায়। এটা খুব একটা ইউনিক না-হলেও বেশ লাভজনক ব্যবসা।
advertisement
advertisement
যোগা ট্রেনার বা যোগা প্রশিক্ষক:
অনেকেই ওজন ঝরানোর জন্য জিম ট্রেনিংয়ের পন্থা বাদ দিয়ে যোগাসনের দিকেই ঝুঁকছেন। ছোট মাপের ব্যবসা হিসেবে মহিলাদের জন্য এটা দারুন। আজকের দিনে দাঁড়িয়ে সুস্থ জীবনযাপন করাই একমাত্র বিকল্প। ফলে এই পরিস্থিতিতে যোগা প্রশিক্ষক হিসেবেও নিজের কেরিয়ার গড়া যেতে পারে। অনেকেই যোগা সেন্টারে যেতে চান না। নিজের বাড়িতেই যোগাসন করতে স্বচ্ছন্দবোধ করেন। তাই সে-ক্ষেত্রে বাড়িতে গিয়েই যোগা প্রশিক্ষক শেখাতে পারেন যোগাসন।
advertisement
ব্লগার:
মহিলা অথবা মায়েদের জন্য এই ব্যবসার আইডিয়া খুবই ভাল। বাড়িতে থেকেই করা যাবে কাজ। এমনকী নিজের পছন্দমতো সময় ধরে কাজ করা সম্ভব। এর জন্য শুধু নিজের একটা ওয়েবসাইট খুলতে হবে এবং তাতে নিজের আগ্রহের বিষয় নিয়ে প্রতিবেদন লেখা যেতে পারে। প্রতি মাসে যদি পর্যাপ্ত পরিমাণ ভিউ আনা যায়, তা-হলেই দারুন উপার্জনের পথ খুলে যাবে।
advertisement
ফটোগ্রাফার:
অনেকেই ছবি তুলতে ভালোবাসেন। যদি এক বার ফটোগ্রাফার হিসেবে হাত পাকিয়ে ফেলা যায়, তা-হলে আর পিছন ফিরে তাকাতে হবে না। এর জন্য অবশ্য একটা ভাল ক্যামেরা এবং তার প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে হবে। আর কাজ শুরু করার জন্য নিজের একটা পোর্টফোলিও বানিয়ে ফেলতে হবে। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে পার্টি এবং অন্যান্য অনুষ্ঠানে ছবি তোলার ডাক পেতে পারেন। আর সোশ্যাল মিডিয়া তো আছেই। এর সাহায্যেই নিজের কাজ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
advertisement
ট্রান্সলেটর:
ট্রান্সলেশন ইন্ডাস্ট্রি কিন্তু ফুলে-ফেঁপে উঠছে। সামনে নিয়ে আসছে দারুন টাকা উপার্জনের সুযোগও। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা বিশ্বের মার্কেটই আমাদের সামনে খুলে গিয়েছে। এই ব্যবসা শুরু করার জন্য কয়েকটি ভাষায় দক্ষতা থাকা আবশ্যক। ট্রান্সলেশন বা অনুবাদ সংক্রান্ত ব্যবসা দুর্দান্ত উপার্জনের পথ খুলে দেবে। এর জন্য প্রয়োজন শুধু ল্যাপটপ আর কিবোর্ড। বাড়িতে বসেই নিজের নির্ধারণ করা সময় অনুযায়ী কাজ করা সম্ভব।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: মহিলারা সহজেই শুরু করতে পারেন এই সব ব্যবসা! খুলে যাবে দুর্দান্ত উপার্জনের পথ!
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement