বাড়ল স্টেট ব্যাঙ্কের সিনিয়র সিটিজেনদের ‘উই কেয়ার’ ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদ, জানুন বিশদে!

Last Updated:

উই কেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমের মাধ্যমে পাওয়া যাবে আকর্ষণীয় সুদ।

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের 'উই কেয়ার' (We Care) ফিক্সড ডিপোজিট স্কিমের সময় আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে। সিনিয়র সিটিজেনদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই 'উই কেয়ার' ফিক্সড ডিপোজিট স্কিমের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অবধি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই উই কেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমের অ্যাকাউন্ট ওপেন করা যাবে। ভারতের বয়স্ক নাগরিকদের জন্য নিয়ে আসা হয়েছে এই স্কিম। ৬০ বছর বয়সী ভারতীয় নাগরিকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই উই কেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই উই কেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমের মাধ্যমে পাওয়া যাবে আকর্ষণীয় সুদ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিনিয়র সিটিজেনদের জন্য 'উই কেয়ার' ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের পরিমাণ -
advertisement
- ৭ দিন থেকে ৪৫ দিন সময় পর্যন্ত ৩.৪০ শতাংশ।
- ৪৬ দিন থেকে ১৭৯ দিন সময় পর্যন্ত ৪.৪০ শতাংশ।
advertisement
- ১৮০ দিন থেকে ২১০ দিন সময় পর্যন্ত ৪.৯০ শতাংশ।
- ২১১ দিন থেকে ১ বছর সময় পর্যন্ত ৪.৯০ শতাংশ।
- ১ বছর থেকে ২ বছর সময় পর্যন্ত ৫.৬০ শতাংশ।
- ২ বছর থেকে ৩ বছর সময় পর্যন্ত ৫.৭০ শতাংশ।
- ৩ বছর থেকে ৫ বছর সময় পর্যন্ত ৫.৯৫ শতাংশ।
advertisement
- ৫ বছর থেকে ১০ বছর সময় পর্যন্ত ৬.৩০ শতাংশ।
প্ল্যানের যোগ্যতা -
ভারতের নাগরিক এবং ৬০ বছর বয়সী নাগরিকরাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 'উই কেয়ার' ফিক্সড ডিপোজিট স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবে। ভারতের বয়স্ক নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লঞ্চ করেছে এই 'উই কেয়ার' ফিক্সড স্কিম। এক নজরে দেখে নেওয়া যাক অন্য দুটি ব্যাঙ্কের স্কিমের সঙ্গে এই স্কিমের পার্থক্য।
advertisement
ICICI ব্যাঙ্ক -
ICICI ব্যাঙ্ক তাদের গোল্ডেন ইয়ার স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট স্কিম ২০২২ সালের ৩১ মার্চ অবধি বাড়িয়ে দিয়েছে। এই স্কিম সিনিয়র সিটিজেনদের জন্য। এই স্কিমে প্রায় ৬.৩০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে সিনিয়র সিটিজেনদের।
advertisement
HDFC ব্যাঙ্ক -
HDFC ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য নিয়ে এসেছে স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট স্কিম। HDFC-র সিনিয়র সিটিজেন কেয়ারের অধীনে এই ফিক্সড ডিপোজিটে দেওয়া হচ্ছে প্রায় ৬.২৫ শতাংশ সুদ।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়ল স্টেট ব্যাঙ্কের সিনিয়র সিটিজেনদের ‘উই কেয়ার’ ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদ, জানুন বিশদে!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement