লঞ্চ হতে চলেছে BMW X4 SUV Facelift, ৫০ হাজার টাকা থেকে বুকিং শুরু!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
ভারতে অনলাইনে এই গাড়ির বুকিং শুরু করে দিয়েছে BMW কোম্পানি।
#নয়াদিল্লি: জনপ্রিয় গাড়ি কোম্পানি BMW খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন গাড়ি। রিপোর্ট অনুযায়ী BMW কোম্পানি ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন SUV গাড়ি। BMW কোম্পানি ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন গাড়ি X4 SUV Facelift। ভারতে BMW কোম্পানির নতুন গাড়ি X4 SUV Facelift-এর বুকিং শুরু করে দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী BMW কোম্পানি ভারতে ব্ল্যাক শ্যাডো এডিশন যুক্ত এই স্পোর্টস কারের কয়েকটি লিমিটেড মডেল লঞ্চ করতে পারে। জানা গিয়েছে যে BMW কোম্পানি ভারতে তাদের নতুন গাড়ি X4 SUV Facelift-এর যে কয়েকটি লিমিটেড এডিশন লঞ্চ করতে চলেছে সেগুলো ৫০ হাজার টাকা দিয়েই বুকিং করা যাবে। ভারতে অনলাইনে এই গাড়ির বুকিং শুরু করে দিয়েছে BMW কোম্পানি।
ইন্টিরিয়র -
advertisement
BMW কোম্পানির নতুন গাড়ি X4 SUV Facelift-এ রয়েছে গাড়ির ভেতরে নতুন ড্যাশবোর্ড, ১০.২৫ ইঞ্চির ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এছাড়াও BMW কোম্পানির নতুন গাড়ি X4 SUV Facelift-এ রয়েছে থ্রি-জোন ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রিক পার্কিং ব্রেক, ইঞ্জিন স্টার্ট আপ বাটন। এছাড়াও BMW কোম্পানির নতুন গাড়ি X4 SUV Facelift-এ রয়েছে একটি সেন্টার কনসোল এবং আধুনিক গিয়ার সিস্টেম।
advertisement
২ ধরনের ইঞ্জিন -
ভারতে লঞ্চ হতে চলা BMW কোম্পানির নতুন গাড়ি X4 SUV Facelift-এ দুই ধরনের ইঞ্জিন রয়েছে। BMW X4 SUV Facelift 30i-এ ২.০ লিটারের পেট্রোল ইঞ্জিন এবং BMW X4 SUV Facelift 30d-এ ৩.০ লিটারের ডিজেল ইঞ্জিন রয়েছে। ২.০ লিটারের পেট্রোল ইঞ্জিনের আউটপুট ২৪৮ বিএইচপি এবং ৩৫০ এন এমের টর্ক রয়েছে। অন্য দিকে ডিজেল ইঞ্জিনে ২৮২ বিএইচপি এবং ৬৫০ এনএমের টর্ক রয়েছে। এটি ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন স্ট্যান্ডার্ড গাড়ি। জনপ্রিয় গাড়ি কোম্পানি BMW ভারতের বাজারে এই গাড়ি নিয়ে আসছে অন্যান্য এই ধরনের প্রিমিয়াম গাড়ি কোম্পানিকে টক্কর দেওয়ার জন্য। মনে করা হচ্ছে BMW কোম্পানির নতুন গাড়ি X4 SUV Facelift টক্কর দিতে পারে Mercedes-Benz GLC Coupe গাড়িকে।
advertisement
BMW কোম্পানির নতুন গাড়ি X4 SUV Facelift ভারতে কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে কিছু না জানা গেলেও, খুব তাড়াতাড়ি যে ভারতের বাজারে এই গাড়িটি লঞ্চ করা হতে চলেছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কারণ এই গাড়িটির বুকিং শুরু হয়ে গিয়েছে।
Location :
First Published :
March 02, 2022 8:44 AM IST