বিনামূল্যে জিও-র পরিষেবা পাওয়া যাবে মার্চ ২০১৭ অবধি

Last Updated:

বাজারে আসার পর থেকেই ওয়েলকম অফার হিসেবে জিও-র ডেটা, ভয়েস, ভিডিও এবং অন্যান্য পরিষেবা পাওয়া যাচ্ছিল একেবারে বিনামূল্যে ৷

#মুম্বই: বাজারে আসার পর থেকেই ওয়েলকম অফার হিসেবে জিও-র ডেটা, ভয়েস, ভিডিও এবং অন্যান্য পরিষেবা পাওয়া যাচ্ছিল একেবারে বিনামূল্যে  ৷ এই অফারটি ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত পাওয়া যাবে বলে ঘোষণা করা হয় সংস্থার তরফে ৷ তবে সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী তাদের এই অফারটির মেয়াদ আরও কয়েকদিনের জন্য বাড়াতে পারে রিল্যায়েন্স ৷ সংস্থার এক শীর্ষ আধিকারিকের মতে জিও ম্যানেজমেন্ট নিজে যতক্ষন পরিষেবা নিয়ে সন্তুষ্ট হবেন ততক্ষণ গ্রাহকদের থেকে পরিষেবার জন্য টাকা নেওয়া উচিত হবে না ৷ আরও তিন মাস অথার্ৎ মার্চ ২০১৭ পর্যন্ত নিজেদের ওয়েলকম অফার বাড়াতে চলেছে জিও ৷
ভারতী এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়ার বিরুদ্ধে রিল্যায়েন্স জিওকে ইন্টারকানেক্টিভিটি না দেওয়ার অভিযোগ এনেছিল জিও ৷ এর ফলে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ফোনে কথা বলতে পারছিলেন না গ্রাহকরা ৷  ইন্টার কানেকশন না দেওয়ায়  জিও-র ৭৫ শতাংশ কল কানেক্ট করা সম্ভব হচ্ছে না ৷ এই পুরো বিষয়টিকে রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি “the newbie being ragged by the big boys” বলে বর্ণনা করেছিলেন ৷ তবে  free-calls-for-life plans- এর জন্য ট্রাইয়ের তরফে জিওকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় ৷ তবে ট্রাইয়ের তরফে আরও জানানো হয় ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত জিওর ওয়েলকম অফার শেষ করতে হবে ৷
advertisement
জিও মুখপাত্র জানান, ‘গ্রাহকরা বিনামূল্যে ভয়েস কল ও ডেটে পরিষেবার সুবিধা পাবেন ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত ৷ যারা ৩ ডিসেম্বর পর্যন্ত ‘ফ্রি ওয়েলকাম অফার’-এ রেজিস্ট্রি করাবেন তাঁরাই ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ফ্রি পরিষেবা পাবেন।
advertisement
তবে যদি ইন্টারকানেক্টিভিটির অভাবের দরুণ ভয়েস কলে বিভ্রাট যেমন হচ্ছে, তেমনি ডেটা সার্ভিস ঠিক করে কাজও করছে না। জিও কী ধরনের পরিষেবা দিতে চাইছে, তা ফ্রি-তে পরখ করার অধিকার রয়েছে গ্রাহকদের। ফ্রি মেয়াদ বাড়ানোর জন্য ট্রাই-এর কাছ থেকে কোনও অনুমতির প্রয়োজন নেই বলেই দাবি করা হয়েছে সংস্থার তরফে ৷ তাই ফের ১ জানুয়ারি থেকে ফের ফ্রি রেজিস্ট্রেশন চালু করতে পারে জিও।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিনামূল্যে জিও-র পরিষেবা পাওয়া যাবে মার্চ ২০১৭ অবধি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement