প্রিপেড গ্রাহকদের জন্য জিও-র দুর্দান্ত ‘হলিডে হাঙ্গামা’ অফার, কী সুবিধা পাওয়া যাবে এতে ?

Last Updated:

একের পর এক দুর্দান্ত অফার বাজারে আনছে রিলায়েন্স জিও ৷

#কলকাতা: জিও মানেই অফারের বন্যা ৷ একের পর এক দুর্দান্ত অফার বাজারে আনছে রিলায়েন্স জিও ৷ এবার প্রিপেড গ্রাহকদের জন্য ‘হলিডে হাঙ্গামা’ অফার নিয়ে এল সংস্থা ৷ জিও-র পোস্টপেড লঞ্চের কয়েক সপ্তাহ পরেই এবার প্রিপেড গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এল সংস্থা ৷ এই নতুন অফারে জিও-র প্রিপেড গ্রাহকরা ১০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ৷
জিও-র সবচেয়ে জনপ্রিয় প্রিপেড প্ল্যান হল ৩৯৯ টাকার রিচার্জটি ৷ এবার হলিডে হাঙ্গামা অফারে এই রিচার্জে ১০০ টাকা ছাড়, অর্থাৎ ২৯৯ টাকায় পাবেন গ্রাহকরা ৷ ৮৪ দিনের জন্য ১২৬ জিবি ডেটার প্ল্যান এর ফলে আরও সস্তা হচ্ছে ৷
jio-holiday-hungama-copy
advertisement
advertisement
জিও-র প্রিপেড গ্রাহকদের জন্য ১০০টাকার ডিসকাউন্ট পেতে MyJio অ্যাপ থেকে রিচার্জ করতে হবে ৷ সেখানে পেমেন্ট করতে হবে PhonePe ওয়ালেট থেকে ৷ তাহলেই ক্যাশব্যাকের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এই অফার অবশ্য সীমিত সময়ের জন্য ৷ পয়লা জুন থেকে ১৫ জুন, ২০১৮ পর্যন্ত এই হলিডে হাঙ্গামা অফারে রিচার্জে ক্যাশব্যাক বা ডিসকাউন্টের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ ছুটির মরশুমে গ্রাহকদের আরও বেশি সুবিধা দিতেই এই অফার দিচ্ছে জিও ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রিপেড গ্রাহকদের জন্য জিও-র দুর্দান্ত ‘হলিডে হাঙ্গামা’ অফার, কী সুবিধা পাওয়া যাবে এতে ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement