কম দামে হাই স্পিড ব্রডব্যান্ড পরিষেবা বাজারে আনতে চলেছে জিও

Last Updated:

ব্রডব্যান্ড সার্ভিসের জন্য ‘জিও ফাইবার’ ফিক্সড লাইন নিয়ে গত দু’বছর ধরেই পরীক্ষা-নিরীক্ষা করছে জিও ৷

#মুম্বই: জিও মানেই ডেটার ছড়াছড়ি ৷ একের পর এক দুর্দান্ত অফার ৷ ফোনের পাশাপাশি ওয়াই ফাই ব্যবস্থা ‘জিও ফাই’-ও বাজারে এনেছে রিলায়েন্স ৷ ব্রডব্যান্ড সার্ভিসের জন্য ‘জিও ফাইবার’ ফিক্সড লাইন নিয়ে গত দু’বছর ধরেই পরীক্ষা-নিরীক্ষা করছে ৷ এবার সেই ব্রডব্যান্ড সার্ভিস জিও বাজারে আনতে চলেছে বলেই খবর ৷ ১০০Mbps স্পিডযুক্ত এই মোবাইল পরিষেবা চলতি বছরের শেষের দিকেই দেশ চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার ৷ যেখানে আনলিমিটেড ভয়েস, ভিডিও কলের পাশাপাশি জিও টিভি অ্যাপ ব্যবহারে সুবিধাও পাবেন গ্রাহকরা ৷ আর এসমস্ত কিছুই পাওয়া যাবে ১০০০ টাকারও কম দামের প্যাকেজে ৷
জিও-র প্রতিদ্বন্দ্বী এয়ারটেল অবশ্য গত মাসেই ৩০০Mbps স্পিডের ব্রডব্যান্ড প্ল্যান এনেছে বাজারে ৷ যার মাসিক খরচ ২১৯৯ টাকা ৷ এয়ারটেলের সবচেয়ে কমদামি ব্রডব্যান্ড প্যাকেজের দাম ১০৯৯ টাকা ৷ সেখানে জিও গ্রাহকদের জন্য এর থেকে অনেক কম খরচে ব্রডব্যান্ড সার্ভিস বাজারে আনতে চলেছে বলে খবর ৷ এর পাশাপাশি জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস ফাইবার-টু-দ্য হোম (FTTH) মডেলের ৷ যেখানে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (VoIp)-এর মাধ্যমে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে ৷
advertisement
জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস আপাতত আহমেদাবাদ, চেন্নাই, জামনগর, মুম্বই, দিল্লির মতো দেশের বেশ কয়েকটি শহরে পরীক্ষামূলক ভাবে চালু করেছে সংস্থা ৷ সেখানে ১০০Mbps-এর স্পিডের সুবিধাযুক্ত ব্রডব্যান্ড পরিষেবা গ্রাহকদের দেওয়া হচ্ছে ৪৫০০ টাকা ডিপোজিট টাকা জমা রেখে ৷ চলতি বছরে পাকাপাকিভাবে সারা দেশে জিও ফাইবার চালু হয়ে গেলেও ১০০০ টাকারও কম দামে হাই-স্পিড ফিক্সড লাইন ব্রডব্যান্ড সার্ভিস পাবেন সংস্থার গ্রাহকরা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কম দামে হাই স্পিড ব্রডব্যান্ড পরিষেবা বাজারে আনতে চলেছে জিও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement