5G Spectrum: টেলিকম সেক্টরে ফের জয়জয়কার রিলায়েন্সের, ৫জি স্পেকট্রামের বরাত মুকেশ আম্বানির সংস্থার হাতেই

Last Updated:

5G Spectrum: বিডে প্রথম থেকে আক্রমণাত্মক থাকা রিলায়েন্সের হাতেই এল ৫জি স্পেকট্রাম ৷

#নয়াদিল্লি: ফের টেলিকম সেক্টরে আসতে চলেছে নতুন বিপ্লব ৷ প্রথম থেকেই ৫জি স্পেকট্রাম নিলামে এগিয়ে ছিল রিলায়েন্স ৷ সোমবার দেশের প্রথম ফাইভ জি (5G ) স্পেকট্রামের নিলাম সম্পূর্ণ হয়েছে। অনুমান করা হচ্ছে এই নিলাম থেকে কেন্দ্র প্রায় আনুমানিক ১.৫ লক্ষ কোটি টাকা আয় করেছে ৷ বিডে প্রথম থেকে আক্রমণাত্মক থাকা রিলায়েন্সের হাতেই এল ৫জি স্পেকট্রাম ৷
এই স্পেকট্রামের মাধ্যমে Jio গড়ে তুলতে চলেছে বিশ্বের সবচেয়ে উন্নত 5G নেটওয়ার্ক, যা দেশকে ব্রডব্যান্ড কানেক্টিভিটিতে আরও শক্তিশালী করতে সক্ষম হবে । Jio-এর 5G নেটওয়ার্ক পরবর্তী প্রজন্মের ডিজিটাল সমস্যার সমাধানগুলিকে নিয়ে আসবে যা দেশকে US$ 5+ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে ৷
advertisement
advertisement
প্রায় ৬ বছর আগে জিও ৪জি নেটওয়ার্ক দেশে এনে একের পর এক রেকর্ড গড়ে তুলেছিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ৷ Jio-এর 4G নেটওয়ার্ক ৪০০ মিলিয়নেরও বেশি গ্রাহকদের সর্বোচ্চ মানের, সবচেয়ে সাশ্রয়ী ডিজিটাল পরিষেবা প্রতি মুহূর্তে প্রদান করে চলেছে। এবার ৫জি-র সঙ্গে Jio তাদের গ্রাহকদের আরও উন্নতমানের পরিষেবা দিতে চলেছে ৷
advertisement
Jio-এর 5G সলিউশন ভারতে তৈরি করা হয়েছে এবং প্রত্যেক দেশবাসীর প্রয়োজন অনুসারে। এই মুহূর্তে Jio 5G রোলআউটের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
5G Spectrum: টেলিকম সেক্টরে ফের জয়জয়কার রিলায়েন্সের, ৫জি স্পেকট্রামের বরাত মুকেশ আম্বানির সংস্থার হাতেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement