5G Spectrum: টেলিকম সেক্টরে ফের জয়জয়কার রিলায়েন্সের, ৫জি স্পেকট্রামের বরাত মুকেশ আম্বানির সংস্থার হাতেই
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
5G Spectrum: বিডে প্রথম থেকে আক্রমণাত্মক থাকা রিলায়েন্সের হাতেই এল ৫জি স্পেকট্রাম ৷
#নয়াদিল্লি: ফের টেলিকম সেক্টরে আসতে চলেছে নতুন বিপ্লব ৷ প্রথম থেকেই ৫জি স্পেকট্রাম নিলামে এগিয়ে ছিল রিলায়েন্স ৷ সোমবার দেশের প্রথম ফাইভ জি (5G ) স্পেকট্রামের নিলাম সম্পূর্ণ হয়েছে। অনুমান করা হচ্ছে এই নিলাম থেকে কেন্দ্র প্রায় আনুমানিক ১.৫ লক্ষ কোটি টাকা আয় করেছে ৷ বিডে প্রথম থেকে আক্রমণাত্মক থাকা রিলায়েন্সের হাতেই এল ৫জি স্পেকট্রাম ৷
এই স্পেকট্রামের মাধ্যমে Jio গড়ে তুলতে চলেছে বিশ্বের সবচেয়ে উন্নত 5G নেটওয়ার্ক, যা দেশকে ব্রডব্যান্ড কানেক্টিভিটিতে আরও শক্তিশালী করতে সক্ষম হবে । Jio-এর 5G নেটওয়ার্ক পরবর্তী প্রজন্মের ডিজিটাল সমস্যার সমাধানগুলিকে নিয়ে আসবে যা দেশকে US$ 5+ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে ৷
advertisement
advertisement
প্রায় ৬ বছর আগে জিও ৪জি নেটওয়ার্ক দেশে এনে একের পর এক রেকর্ড গড়ে তুলেছিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ৷ Jio-এর 4G নেটওয়ার্ক ৪০০ মিলিয়নেরও বেশি গ্রাহকদের সর্বোচ্চ মানের, সবচেয়ে সাশ্রয়ী ডিজিটাল পরিষেবা প্রতি মুহূর্তে প্রদান করে চলেছে। এবার ৫জি-র সঙ্গে Jio তাদের গ্রাহকদের আরও উন্নতমানের পরিষেবা দিতে চলেছে ৷
advertisement
Jio-এর 5G সলিউশন ভারতে তৈরি করা হয়েছে এবং প্রত্যেক দেশবাসীর প্রয়োজন অনুসারে। এই মুহূর্তে Jio 5G রোলআউটের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 01, 2022 8:30 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
5G Spectrum: টেলিকম সেক্টরে ফের জয়জয়কার রিলায়েন্সের, ৫জি স্পেকট্রামের বরাত মুকেশ আম্বানির সংস্থার হাতেই