Gold Price Today: সোনার দামে বিরাট পতন, দেখে নিন ১০ গ্রামের দাম কমে কত হল

Last Updated:

Gold Price Today: বিশেষজ্ঞদের মতে এখন সোনার দাম কিছুটা কমলেও আগামী দিনে তা বাড়তে চলেছে ৷

#নয়াদিল্লি: সপ্তাহের প্রথম দিনই সোনার দামে পতন দেখা গেল ৷ এদিন এমসিএক্সে সোনার দাম ০.৪ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ৫১২৩০ টাকা হয়ে গিয়েছে ৷ সোনার পাশাপাশি রুপোর দামও ০.৭ শতাংশ কমে প্রতি কিলোতে ৫৭,৯৩৭ টাকা হয়েছে ৷
বিশ্ব বাজারেও সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ মার্কিন বাজারে এদিন সোনার বর্তমান দাম প্রতি আউন্সে ১৭৭৬ ডলারের আশপাশে ট্রেড করছে ৷ এদিন গ্লোবাল মার্কেটে রুপোর দাম প্রতি আউন্সে ২০.১০ ডলার ৷ এর জেরেই দেশের বাজারে সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷
advertisement
advertisement
কেডিয়া অ্যাডভাইজারির এমডি অজয় কেডিয়া সোনা কেনার পরামর্শ দিয়ে জানিয়েছেন, অক্টোবর ২০২২ ফিউচার ৫১,২০০ টাকায় কেনা যেতে পারে ৷ এছাড়া রুপো সেপ্টেম্বর ২০২২ ফিউচার ৫৭,৫০০ এ ৫৮,৫০০ টাকা থেকে ৫৯,০০০ টাকার টার্গেটে কেনা যাবে ৷
আগামী দিনে আরও বাড়তে পারে দাম-
বিশেষজ্ঞদের মতে এখন সোনার দাম কিছুটা কমলেও আগামী দিনে তা বাড়তে চলেছে ৷ চলতি সপ্তাহে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১২০০ টাকা বেড়ে গিয়েছে ৷ অজয় কেডিয়া জানিয়েছেন বছরের শেষে সোনার দাম প্রায় ৫৪ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
সোনার শুদ্ধতা কীভাবে যাচাই করবেন ?
গয়নার শুদ্ধতা যাচাই করার একটি পদ্ধতি হয় ৷ গয়না হলমার্ক সংক্রান্ত একাধিক চিহ্ন দেওয়া থাকে ৷ এর ভিত্তিতে সোনার শুদ্ধতা যাচাই করা যাবে ৷ এর মধ্যে এক ক্যারেট থেকে ২৪ ক্যারেট পর্যন্ত পরিমাপ রয়েছে ৷ গয়না তৈরির জন্য ২২ ক্যারেট ব্যবহার করা হয়ে থাকে ৷ জুয়েলারিতে হলমার্ক থাকা বাধ্যতামূলক ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: সোনার দামে বিরাট পতন, দেখে নিন ১০ গ্রামের দাম কমে কত হল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement